আসল জাফরান তেল চেনার উপায় - জাফরান তেল ব্যবহারের নিয়ম
জাফরান একটি প্রাচীন রাজকীয় মসলা । এটি প্রাচীন কাল থেকে বিভিন্ন
চিকিৎসায় ব্যাবহৃত
হয়ে আসছে । এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি জাফরান তেলের বিভিন্ন
উপকারিতা ও ব্যাবহার বিধি সম্পর্কে জানতে পারবেন ।
এছাড়াও জানতে পারবেন জাফরান এর উপকারিতা,জাফরান তেল ব্যবহারের নিয়ম,জাফরান তেল
কি চুল লম্বা করে,জাফরান তেলের দাম কত,আসল জাফরান তেল চেনার উপায় সম্পর্কে
বিস্তারিত ।
ভূমিকা
জাফরান এমন একটি উপাদান এটি প্রাচীনকাল থেকে লাল সোনা নামে পরিচিত। জাফরান যেমন
ঔষধি গুনে ভরপুর তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ও সুবাসের একটি অমূল্য মসলা। জাফরানের
ব্যবহার যেমন প্রসাধনীতে রয়েছে তেমন প্রাচীনকালে ছিল এটি রাজকীয় খাদ্যের
তালিকায় এবং এর রয়েছে অসংখ্য ঔষধি গুন।
এই আর্টিকেলটি তে আমি আপনাকে জানাবো
জাফরান এর
উপকারিতা,জাফরান তেল ব্যবহারের নিয়ম,জাফরান তেল কি চুল লম্বা করে,জাফরান তেলের
দাম কত,আসল জাফরান তেল চেনার উপায় সম্পর্কে বিস্তারিত। এই আর্টিকেলের প্রথম অংশে
আমি আপনাকে যা জানাবো তা হলো জাফরান এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত।
জাফরান এর উপকারিতা
জাফরান অনেক দামি এবং বিলাসবহুল একটি মসলা। জাফরান এমনি এমনি এত দামি বা
বিলাসবহুল হয়নি এর অনেক গুণ এবং উপকারিতা রয়েছে যার ফলে এর মান আরো দ্বিগুণ
বাড়িয়ে দেয়। আর্টিকেলের এই অংশে আমি আপনাকে জানাবো জাফরান এর উপকারিতা
সম্পর্কে।
১। মেমোরি ও শেখার ক্ষমতা বাড়ায়ঃ আপনার যদি মেমোরি লস বা শেখার ক্ষমতা কমে যায়
তাহলে জাফরান আপনার জন্য উপকারী হতে পারে। গবেষকগণ বলেন, জাফরান আপনার
স্মৃতিশক্তি উন্নত করতে পারে এবং আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ে এটি কিছুটা
উপশম করতে সহায়ক হতে পারে।
২। মন মেজাজ উন্নত করেঃ জাফরানে রয়েছে ক্রোসিন এবং সাফরানাল যা আপনার মস্তিষ্কের
সেরেটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে ফলে আপনার বিষন্নতা ও উদ্বেগ কমাতে
ভূমিকা রাখতে পারে।
৩। চোখের জন্য উপকারীঃ আপনার যদি চোখের সমস্যা থাকে তাহলে জাফরান আপনার চোখের
জন্য উপকারী হতে পারে। কারণ জাফরানে রয়েছে ক্রোকেটিন যা আপনার চোখের রেটিনা
রক্ষা করতে সহায়তা করতে পারে এবং আপনার বয়স জনিত ম্যাকুলার ডিজেনারেশন
প্রতিরোধেও সহায়তা করতে পারে।
৪। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধঃ জাফরানে রয়েছে ক্রোসিন, ক্রোকেটিন, ক্যাম্পোফেরল
যা আপনার শরীরের কোষকে এন্টি অক্সিডেন্ট চাপ থেকে রক্ষা করতে সহায়তা হতে পারে
এবং আপনার বয়স জনিত বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম জাফরান এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত। এর পরবর্তী
অংশে আমি আপনাকে জানাবো জাফরান তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত।
জাফরান তেল ব্যবহারের নিয়ম
জাফরানের তেল পুষ্টিগণে সমৃদ্ধ একটি প্রাকৃতিক তেল। যা আপনার চুল ত্বক এবং
স্বাস্থ্যের যত্নে খুবই উপকারী হতে পারে। নিচে জাফরান তেল ব্যবহারের নিয়ম দেওয়া
হলো-
১। ম্যাসাজ তেল হিসেবেঃ আপনার যদি পেশিতে ব্যাথা বা যেকোনো সমস্যা থাকে, তাহলে
জাফরান তেল ব্যবহার করে শরীরে ম্যাসাজ করলে এটি আপনার পেশির ব্যথা ও ক্লান্তি দূর
করতে সহায়তা করতে পারে এবং ত্বক কোমল ও প্রাণবন্ত রাখতেও সহায়তা করতে পারে।
২। ত্বকের যত্নেঃ আপনি যদি রেগুলার ঘুমানোর আগে জাফরান তেল দিয়ে আপনার ত্বক
মালিশ করেন তাহলে এটি আপনার ত্বক উজ্জল ও মসৃণ রাখতে সহায়তা করতে পারে। জাফরান
তেল আপনার ত্বকের দাগ-ছোপ হালকা রাখতেও সহায়তা করতে পারে।
৩। অ্যারোমাথেরাপিতেঃ আপনি যদি আপনার ঘরে জাফরান তেল দুই থেকে তিন ফোঁটা ছড়িয়ে
দেন।তাহলে জাফরান তেল আপনার ঘরে সুগন্ধ ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে এবং আপনার
মানসিক প্রশান্তি দূর করতে সহায়তা করবে ।
৪। চুলের যত্নেঃ আপনি যদি আপনার চুল সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ও ঘন করতে চান তাহলে
জাফরান তেল আপনার জন্য উপকারী হতে পারে।আপনি যদি নিয়মিত নারিকেল তেলের সাথে
জাফরান তেল মিশিয়ে আপনার চুলের স্ক্যাল্পে ম্যাসাজ করেন। তাহলে এটি আপনার চুল
পড়া কমাতে সাহায্য করবে ।আপনার চুল স্বাস্থ্যজ্জ্বল ও ঘন এবং চকচকে করতে সহায়তা
করতে পারে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম জাফরান তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত এর
পরবর্তী অংশে আমি আপনাকে জানাবো জাফরান তেল কি চুল লম্বা করে এই সম্পর্কে
বিস্তারিত।
জাফরান তেল কি চুল লম্বা করে
আপনি যদি আর্টিকেলটিতে জাফরান তেল কি চুল লম্বা করে এই সম্পর্কে জানার জন্য ক্লিক
করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় ক্লিক করেছেন। চলুন আমি আপনাকে জানাই
জাফরান তেল কি চুল লম্বা করে এই সম্পর্কে বিস্তারিত।
জাফরান এমন একটি তেল এটি সরাসরি আপনার চুল লম্বা করবে না। কিন্তু চুলের এমন কিছু
উপকার করবে যেগুলো আপনার চুল বৃদ্ধি করতে খুবই সহায়তা করতে পারে।
১। স্ক্যাল্প সুস্থ রাখেঃ আপনার যদি ড্যানড্রাফ বা চুলকানির সমস্যা থাকে। তাহলে
জাফরান তেল আপনার মাথা ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে এবং আপনার স্ক্যাল্প
পরিষ্কার করে আপনার স্ক্যাল্প কে সুস্থ রাখতে সহায়তা করতে পারে।
২। চুল পড়া কমায়ঃ আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে জাফরান তেল আপনার জন্য
উপকারী হতে পারে। কারণ জাফরান তেলে রয়েছে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট ও অ্যান্টি
ইনফ্লেমেটরি উপাদান যা আপনার চুল পড়া রোধে সহায়তা করতে পারে।
৩। প্রাকৃতিক পুষ্টি সরবরাহ করেঃ জাফরান তেলে থাকা ভিটামিন, মিনারেল,
অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চুলের স্বাস্থ্য উন্নত করতে পারে এবং আপনার চুলকে
পুষ্টি জুগিয়ে আপনার চুল ভাঙা প্রতিরোধে সহায়তা করতে পারে।
৪। রক্ত সঞ্চালন বাড়ায়ঃ আপনি যদি নিয়মিত জাফরান তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ
করেন। তাহলে জাফরান তেল আপনার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আপনার চুল
দ্রুত বাড়তে সহায়তা করতে পারে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম জাফরান তেল কি চুল লম্বা করে সম্পর্কে বিস্তারিত
আর্টিকেলের পরবর্তী অংশে আমি আপনাকে জানানোর চেষ্টা করব জাফরান তেলের দাম কত এই
সম্পর্কে বিস্তারিত।
জাফরান তেলের দাম কত
জাফরান তেলের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন তেলটি আসল নাকি নকল অথবা
এটি কি শুধু ফুডগ্রেড, না চুল এবং ত্বকের যত্নে ব্যবহার করা যাবে অথবা পরিমাণ
কতটুকু দিচ্ছে তার উপর নির্ভর করে। নিচে জাফরান তেলের কিছু দাম দেওয়া হলো-
১। স্কিন বা হেয়ার কেয়ারঃ আপনি যদি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এর জাফরান
তেল এর দাম সম্পর্কে জানতে চান তাহলে ৩০ মিলি জাফরান তেলের দাম হতে পারে ৮০০ থেকে
১৫০০ টাকা। এর দাম পরিমাণ অনুযায়ী পরিবর্তন হতে পারে।
২। ফুডগ্রেডঃ আপনি যদি খাদ্য উপযোগী জাফরান তেলের দাম সম্পর্কে জানতে চান তাহলে
এটির দাম হতে পারে ১০০ মিলি ১৫০০ থেকে ৩০০০ টাকা। এটির দামও তার পরিমাণ অনুযায়ী
চেঞ্জ হতে পারে।
আরো পড়ুনঃ
মেয়েদের চুল পড়া বন্ধ করার উপায়
৩। বিশুদ্ধ ওয়েলঃ বিশুদ্ধ জাফরান অয়েলের দাম আরো বেশি হতে পারে। আপনি যদি ১০ মিলি
বিশুদ্ধ জাফরান তেলের দাম সম্পর্কে জানতে চান। তাহলে এর দাম হতে পারে ৪০০ থেকে
৮০০ টাকা। এর দামও তার পরিমাণ অনুযায়ী পরিবর্তন হতে পারে।
৪। মিক্সড অয়েলঃ এখন আপনি যদি এমন হেয়ার অয়েল চান যেখানে জাফরান, নারিকেল,অলিভ
সব তেলের মিশ্রণ রয়েছে তাহলে এর দাম হতে পারে ৩০ মিলিতে ৮০০ থেকে ১৫০০ টাকা।
এতক্ষণ আমি আপনাকে জানানোর চেষ্টা করেছি জাফরান তেলের দাম কত এই সম্পর্কে
বিস্তারিত। এই আর্টিকেল এর শেষ অংশে আমি আপনাকে জানানোর চেষ্টা করব আসল জাফরান
তেল চেনার উপায় ।
আসল জাফরান তেল চেনার উপায়
বাজারে অনেক নকল জাফরান তেল এসেছে। অনেকেই সেই তেল কিনে ঠকছে। নিচে আসল জাফরান
তেল চেনার উপায় দেওয়া হল।
১। ঘনত্ব পরীক্ষাঃ জাফরান তেল এমন একটি তেল আপনি যদি একটু হাতে লাগান তাহলে খুব
তাড়াতাড়ি মিশে যাবে এবং আপনার ত্বকে তেলতেলে ভাব থাকবে না। কারণ জাফরান তেল খুব
বেশি ঘন বা বেশি পাতলা হয় না।
২। সুগন্ধ পরীক্ষা করুনঃ আপনি যখন জাফরান তেল হাতে নিবেন তখন সুগন্ধ পরীক্ষা করে
নিবেন। কারণ যদি পারফিউমের মতো তীব্র গন্ধ পান বা কৃত্রিম লাগে তাহলে সেটি ভেজাল
যুক্ত। জাফরান তেলের গন্ধ খুব হালকা এবং মিষ্টি প্রকৃতির হয়ে থাকে।
৩। রং দেখুনঃ আপনি জাফরান তেলের আগে রং দেখে নিবেন কারন জাফরান তেল হলো হালকা
সোনালী এবং একটু গাঢ় হলুদ রঙ এর হয়ে থাকে । এতক্ষণ আমি আপনাকে জানালাম আসল
জাফরান তেল চেনার উপায়।
শেষ কথা
এই পুরো আর্টিকেলটিতে আমি আপনাকে যা যা জানিয়েছি জাফরান এর উপকারিতা,জাফরান তেল
ব্যবহারের নিয়ম,জাফরান তেল কি চুল লম্বা করে,জাফরান তেলের দাম কত,আসল জাফরান তেল
চেনার উপায় সম্পর্কে বিস্তারিত।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি
আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url