বেক্লো ১০ কিসের ঔষধ,খাওয়ার নিয়ম, দাম ও সতর্কতা সম্পর্কে জেনে নিন

অসুস্থতার সময় আমরা সকলে অসহায় হয়ে পড়ি এর ফলে ওসুধ কিছু টা হলেও আমাদের সহায়তা করে এর জন্যে জানুন বেক্লো ১০ কিসের ঔষধ,খাওয়ার নিয়ম, দাম ও সতর্কতা।
জানুন বেক্লো ১০ কিসের ঔষধ,খাওয়ার নিয়ম, দাম ও সতর্কতা

 এছাড়াও বেক্লো ১০ কিসের ঔষধ,,beklo 10 খাওয়ার নিয়ম ও বেক্লো ১০ এর দাম এই সম্পর্কে বিস্তারিত । 

ভুমিকা

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো নিত্যনতুন ওষুধের আবিষ্কার, যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুস্থ রাখার জন্য কার্যকর। বেক্লো হলো বেকলোফেন (Beclofen) গ্রুপের একটি ওসুধ। এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো বেক্লো ১০ কিসের ঔষধ,beklo 10 খাওয়ার নিয়ম,বেক্লো ১০ এর দাম কত বাংলাদেশে এই সম্পর্কে বিস্তারিত তথ্য

বেক্লো ১০ কিসের ঔষধ

আপনি যদি জানতে চান বেক্লো ১০ কিসের ঔষধ তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। বাংলাদেশের রোগীদের জন্যে বহুল প্রচলিত একটি ওসুধ। বেক্লো সাধারণত দীর্ঘস্থায়ী ব্যাথা অর্থাৎ কোমর ব্যথা হাঁটু ব্যথা গিটে গিটে ব্যথা পেশিতে ব্যথা ইত্যাদিওষুধ হিসাবে পরিচিত এছাড়াও মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোকজনিত পেশি শক্ত হওয়া,পেশি খিঁচুনি বা ব্যথা,মেরুদণ্ডের আঘাত এর কারণেও বেক্লো ওসুধ খাওয়া যায়।
মানসিক দুঃশ্চিন্তার কারণেও বেক্লো ১০ খাওয়া যায়। beklo 10 খাওয়ার নিয়ম জানতে নিচে স্ক্রল করুন।

beklo 10 খাওয়ার নিয়ম

উপরে এতক্ষণ আপনি জানছিলেন বেক্লো ১০ কিসের ঔষধ এখন আমি আপনাকে জানাবো beklo 10 খাওয়ার নিয়ম।

পুর্ণ বয়স্ক ও বৃদ্ধদের জন্যেঃ প্রাথমিক অবস্থায় বেক্লো ৫ মি.গ্রা একজন রোগী দৈনিক তিনবার খেতে পারবে। ধীরে ধীরে রোগীর ১০ মি.গ্রা. করে দিনে ৩ বার খাওয়া উচিত।
১০ বছরের নিচের শিশুদের দৈনিক ২.৫ মিলি দৈনিক ৪ বার খাওয়ানো যাবে প্রাথমিক অবস্থায়।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ এই ওসুধ টির অন্য সকল ওসুধের মত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ওসুধ গ্রহণের পর রোগীর যে সমস্যা গুলো দেখা দিতে পারে-

স্নায়ুঃ মাথা ব্যথা, নিদ্রা হীনতা, সামান্য উত্তেজনা, হতাশা, পেশির ব্যথা, কাপুনি ইত্যাদি।

রক্ত সঞ্চালনঃ বুকে ব্যথা, বুক ধর ফর করা, হাই পারটেনশন,খুব কম ক্ষেত্রেই দেখা যায় বুকে ঘন ঘন শ্বাস নেওয়া।

পরিপাক তন্ত্রঃ বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, মুখের কোন কিছু খাবারের স্বাদ না থাকা, মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি

মুত্র থলিঃ বারবার পেশাবের চাপ লাগা, পেশাব বের না হওয়া, রাত্রে বার বার পেশাব, পেশাবের সাথে রক্ত আসা, ইত্যাদি

বিবিধঃ র‍্যাশ,চুলকানি, ওজন বৃদ্ধি, নাক বন্ধ থাকা, চোখে ঝাপসা দেখা, ইত্যাদি দেখা দিতে পারে।

সতর্কতাঃ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেক্লো ১০ গ্রহণ করতে হবে এবং উপরের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

বেক্লো ১০ এর দাম

এতক্ষণ আমি আপনাকে beklo 10 খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম চলুন এখন আমি আপনাকে জানাবো বেক্লো ১০ এর দাম আমাদের দেশে কত?

বাংলাদেশে বেক্লো ওসুধের চার টি ধরণের পাওয়া যায়। নিচে বেক্লো এর দাম যথাক্রমে দেওয়া হলো-
  1. বেক্লো ৫ মি.গ্রা. এর দামঃ বেক্লো ৫ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ৫ টাকা ৫০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১৪ টা করে থাকে পাতার দাম ৭৭ টাকা করে।
  2. বেক্লো ১০ মি.গ্রা. এর দামঃ বেক্লো ১০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ১০ টাকা অর্থাৎ প্রতি পাতায় ১৪ টা করে থাকে পাতার দাম ১৪০ টাকা করে।
  3. বেক্লো ২৫ মি.গ্রা. এর দামঃ বেক্লো ২৫ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ২০ টাকা ১৪ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১৪ টা করে থাকে পাতার দাম ২৮২ টাকা করে।
  4. বেক্লো ৫ মি.গ্রা./ ৫ মিলি এর দামঃ বেকলো ১০০ মি.লি সিরাপ ১০০ টাকা করে দাম

শেষ কথা 

এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি বেক্লো ১০ কিসের ঔষধ,beklo 10 খাওয়ার নিয়ম,বেক্লো ১০ এর দাম কত বাংলাদেশে এই সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি এই আর্টিকেল টি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ার জন্যে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

ads top