রিলাইফ ট্যাবলেট কি কাজ করে, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত জানুন

শরীরে ব্যথা বা অস্বস্তি আমাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে। মাথাব্যথা, দাঁতের ব্যথা, পেশি টান কিংবা জ্বরের সময় ব্যথাজনিত সমস্যায় অনেকেই স্বস্তি পেতে ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করেন তেমনি একটা ওষুধ হলো রিলাইফ। এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
রিলাইফ ট্যাবলেট কি কাজ করে

এছাড়াও  রিলাইফ ট্যাবলেট কি কাজ করে,reelife খাওয়ার নিয়ম, রিলাইফ কি ঘুমের ঔষধ ও রিলাইফ দাম কত সম্পর্কে বিস্তারিত তথ্য । 

ভুমিকা

বর্তমান সমাজে মানসিক বিষন্নতা একটি সাধারণ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে ১০০ জনের মধ্যে ৪৫ জনই বিষন্নতায় ভুগেন। এই সকল বিষন্নতা থেকে বাঁচার জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিছু ঔষধ আবিষ্কার করেছে।

চলুন এই আর্টিকেল টি তে আমি আপনাকে জানানোর চেষ্টা করি রিলাইফ ট্যাবলেট কি কাজ করে, reelife খাওয়ার নিয়ম, রিলাইফ কি ঘুমের ঔষধ ও রিলাইফ দাম কত এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য।

রিলাইফ ট্যাবলেট কি কাজ করে

আপনি যদি রিলাইফ ট্যাবলেট কি কাজ করে এটি জানার জন্য এই আর্টিকেল টি তে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এখন আমি আপনাকে জানাবো রিলাইফ ট্যাবলেট কি কাজ করে।

রিলাইফ ট্যাবলেটটি দুটি রাসায়নিক উপাদানের মিশ্রনে তৈরি হয়।রিলাইফ ঔষধটি অ্যামিট্রিপ টাইলিন হাইড্রো ক্লোরাইড + ক্লোরডায়া জিপোক্সাইড এর মিশ্রনে তৈরি হয়। 

এতে অ্যামিট্রিপ টাইলিন হাইড্রো ক্লোরাইড এর মিশ্রণ থাকে ১২.৫ মি.গ্রা. এবং ক্লোরডায়া জিপোক্সাইড থাকে ৫ মি. গ্রা। রিলাইফ ট্যাবলেট সাধারণত মানসিক ভাবে যে মানুষ গুলো বিষন্নতা অনুভব করে তাদের চিকিৎসার জন্য দেওয়া হয়ে থাকে। 
বর্তমান সময়ে বিষন্নতা একটি গুরুত্বপূর্ণ মহামারি আকার ধারণ করেছে এই মহামারী আকার থেকে বাঁচার জন্যই চিকিৎসকেরা এই রিলাইফ ঔষধ টি সাজেস্ট করে থাকে। তবে এটি শুধুমাত্র কেবল মানসিক বিষন্নতা দেখা দিয়েছে এমন মানুষদের জন্য ব্যবহারযোগ্য। 

যাদের মানসিক বিষন্নতার প্রবল তাদের এই রিলাইফ দিয়ে খুব একটা উপকারে আসবে না এটি প্রাথমিক ভাবে মানসিক বিষন্নতা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তবে এই ওষুধগুলো গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

চলুন এখন আমি আপনাকে reelife খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাই।

reelife খাওয়ার নিয়ম

আর্টিকেলের উপরের অংশটি তে আমি আপনাকে জানালাম রিলাইফ ট্যাবলেট কি কাজ করে। আর্টিকেলের এই অংশে আমি আপনাকে reelife খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো ।

রিলাইফ ট্যাবলেট টি সাধারণত প্রথম যে ব্যক্তি গ্রহণ করবেন একেবারেই প্রথম দিন তার জন্য রিলাইফ ওষুধের ক্লোরডায়া জিপোক্সাইড + অ্যামিট্রিপ টাইলিন হাইড্রো ক্লোরাইড (১২ +৫) মি. গ্রা. দুই ভাগ করে শুধুমাত্র রাতে খাবারের পরে এক ভাগ খেতে হবে।

এভাবেই খাওয়ার পরে যখন আপনি একটু রিফ্রেশ ফিল করবেন যেমন আপনার ঘুম পরিমাণ মতো হবে নিদ্রাহীনতা কাটবে, আপনার খাওয়াতে রুচি আসবে, সব কাজ করতে ভাল লাগবে এবং বিষন্নতা থেকে দূর হবে তখন এটি আস্তে আস্তে পরিমাণ কমিয়ে বন্ধ করে দিতে হবে এই ওসুধ টি খাওয়া।
 
সর্তকতা* অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করুন।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম reelife খাওয়ার নিয়ম চলুন এখন আমি আপনাকে জানাবো রিলাইফ কি ঘুমের ঔষধ?

রিলাইফ কি ঘুমের ঔষধ

আর্টিকেলের এই অংশে আমি আপনাকে জানাবো রিলাইফ কি ঘুমের ঔষধ কি না? সাধারণত হলো বিষন্নতার ঔষধ। এটি সরাসরি ঘুমের ঔষধের জন্য তৈরি করা হয়নি তারপরেও এটি তে কিছু পরিমাণ ঘুমের রাসায়নিক পদার্থ মিশ্রণ থাকার ফলে এটি খেলে অনেক মানুষের ঘুম বৃদ্ধি পেতে পারে।

তবে সরাসরি এটি ঘুমের ওষুধ হিসাবে ব্যবহার করা যাবে না এতে শরীরের ক্ষতি হতে পারে। এতক্ষণ আপনাকে জানাচ্ছিলাম রিলাইফ কি ঘুমের ঔষধ চলুন এখন রিলাইফ দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানাই।

রিলাইফ দাম কত

আপনি যদি জানতে চান রিলাইফ দাম কত;তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এখন আমি আপনাকে জানাবো রিলাইফ এর দাম কত। রিলাইফ ট্যাবলেট টি এসকেএফ ফার্মা সিউটিক্যালস লিমিটেডের ওসুধ।

রিলাইফ ১২+৫ মি. গ্রা. : রিলাইফ ১২+৫ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ৮ টাকা ০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১৪ টা করে থাকে পাতার দাম ১১২ টাকা করে।
রিলাইফ ২৫+১০মি. গ্রা. : রিলাইফ ১২+৫ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ১২ টাকা ০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ১২০ টাকা করে।

শেষ কথা 

এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি রিলাইফ ট্যাবলেট কি কাজ করে,reelife খাওয়ার নিয়ম,রিলাইফ কি ঘুমের ঔষধ,রিলাইফ দাম কত এই সকল তথ্য সম্পর্কে বিস্তারিত। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

adsterra

banner