হারবাল তেল বানানোর উপকরণ - পেঁয়াজের তেল বানানোর নিয়ম জানুন

বাজারে যে তেল গুলা পাওয়া যায় তা নিয়ে আমাদের মনে সংশয় থাকে; এর জন্যে নিজে ঘরে বসে থেকে বানিয়ে ফেলায় সব চেয়ে উত্তম । আপনি যদি মনোযোগ দিয়ে এই আর্টিকেল টি পড়েন তাহলে জানতে পারবেন কিভাবে হারবাল তেল বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন । 
হারবাল তেল বানানোর উপকরণ

এছাড়াও আরো জানতে পারবেন হারবাল তেল বানানোর উপকরণ,হোমমেড হেয়ার অয়েল রেসিপি,পেঁয়াজের তেল বানানোর নিয়ম,অনিয়ন হেয়ার অয়েল দাম সম্পর্কে বিস্তারিত । 

ভূমিকা

চুল ও ত্বকের যত্নের কথা আসলেই মানুষের আস্থা দিন দিন প্রাকৃতিক উপাদানের প্রতি বেড়েই চলেছে। এর মধ্যে সবথেকে পুরনো এবং প্রচলিত তেল হচ্ছে হারবাল তেল। মাথার ত্বকে সুস্থতা বজায় রাখা থেকে শুরু করে চুলে বৃদ্ধি ত্বরান্বিত করা, চুল পড়া রোধ ইত্যাদি চুলের সমস্যা দূর করতে যুগ যুগ ধরে হারবাল তেল ব্যবহৃত হয়ে আসছে। 

এ আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো হারবাল তেল বানানোর উপকরণ,হোমমেড হেয়ার অয়েল রেসিপি,পেঁয়াজের তেল বানানোর নিয়ম,অনিয়ন হেয়ার অয়েল দাম সম্পর্কে বিস্তারিত। এই আর্টিকেল এর প্রথম অংশে আমি আপনাকে জানানোর চেষ্টা করব হারবাল তেল বানানোর উপকরণ সম্পর্কে বিস্তারিত।

হারবাল তেল বানানোর উপকরণ

অনেকেই হারবাল তিল বানাতে চাই কিন্তু কি কি উপকরণ দিবে তা হয়তো অনেকের জানা থাকে না আর্টিকেলের এই অংশেই আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে হারবাল তেলে কি কি উপকরণ লাগে এই সম্পর্কে একদম বিস্তারিত। চলুন আমি আপনাকে জানাই হারবাল তেল বানানোর উপকরণ সম্পর্কে বিস্তারিত।

১। মেথি দানাঃ হারবাল তেল বানানোর প্রথম উপকরণ হলো ঠিকানা এতে আপনার চুলের খুশকি দূর করতে এবং চুলের গোড়ার শক্ত করতে সহায়তা করতে পারে।

২। নারিকেল তেলঃ হারবাল তেল বানানোর জন্য পরিমাণ মতো নারিকেল তেলও নিয়ে নিতে হবে এই তেলের সাথে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান মেশাতে হবে। নারকেল তেল আপনার চুলে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করতে সহায়তা করবে।
৩। পেঁয়াজ রসঃ আপনি চাইলে পেঁয়াজ রস দিতে পারেন অথবা পেয়াজ টুকরো করে কেটে নারকেল তেলের সাথে দিতে পারে। পেঁয়াজের রসে রয়েছে সালফার যা আপনার চুল গজাতে সহায়তা করতে পারে।

৪। আমলকিঃ হারবাল তেল বানানোর জন্য আমলকি আপনি শুকনো অথবা তাজা দুটো ইউজ করতে পারেন আপনার ইচ্ছেমতো এটি আপনার চুল পড়া রোধ করতে পারে এবং চুল কালো করতে সহায়তা করতে পারে।

৫। কারি পাতাঃ এটি আপনি এক মুঠো যেতে পারেন কারি পাতা আপনার চুল পাকা রোধ করতে সহায়তা করতে পারে।

৬। জবা ফুলঃ দুই থেকে তিনটি জবা ফুলের পাতা আপনি হারবাল তেলের মধ্যে ইউজ করতে পারেন এটি আপনার চুল নরম মসৃণ করতে সহায়তা করতে পারে এবং আপনার চুল পড়া কমাতে সহায়তা করতে পারে।

এতক্ষণ আমি আপনাকে জানালাম হারবাল তেল বানানোর উপকরণ সম্পর্কে বিস্তারিত এর পরবর্তী অংশে আমি আপনাকে জানাবো হোমমেড হেয়ার অয়েল রেসিপি সম্পর্কে বিস্তারিত।

হোমমেড হেয়ার অয়েল রেসিপি

আপনি যদি হোমমেড হেয়ার অয়েল রেসিপি চান তাহলে এ আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো হোমমেড হেয়ার অয়েল রেসিপি। চলুন আমি আপনাকে জানাই হোমমেড হেয়ার অয়েল রেসিপি।

১। প্রয়োজনীয় উপকরণঃ আপনি যদি হোমমেড হেয়ার অয়েল চান তাহলে আপনার যা যা উপকরণ লাগবে তা হল প্রথমেই আপনার লাগবে নারকেল তেল পরিমান মত তারপরে আমলকি,মেথি দানা, জবা ফুল,কারি পাতা,পেঁয়াজ রস বা আপনি পেঁয়াজ টুকরো করে দিতে পারেন,

অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা আপনি টুকরো করে কেটেও দিতে পারেন,তুলসী পাতা এটি আপনার ইচ্ছের উপর নির্ভর করবে তবে দিলে আপনি অনেক উপকার পেতে পারেন।
হোমমেড হেয়ার অয়েল রেসিপি

২। তৈরি পদ্ধতিঃ প্রথমেই আপনি একটি কড়াইতে নারকেল তেল পরিমান মত নিয়ে গরম করার জন্য চুলায় বসিয়ে দিন এবং এর মধ্যে আসতে আসতে উপরের উপকরণ গুলো দিতে থাকুন। সব উপকরণ গুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে থাকুন চুলা আঁচ মিডিয়াম রাখুন এবং এটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চুলায় জাল করে নিন। 
যখন দেখবেন এলোভেরা এবং জবা পাতাগুলো কালো হয়ে আসছে তখন চুলার আঁচ একেবারে লো করে দিন এরপর আরো পাঁচ মিনিট চুলায় জ্বাল করে নিয়ে চুলা অফ করে দিন।

৩। সংরক্ষণ এবং ব্যবহার বিধিঃ চুলা অফ করার পরে তেল ঠান্ডা করে নিয়ে একটি কাঁচের পাত্রে আপনি তেল থেকে নিন। এবং এটি আপনি শুকনো এবং শীতল স্থানে সংরক্ষণ করুন। 

ব্যবহারের সময় আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এবং মাথায় এই তেল ইউজ করার এক থেকে দেড় ঘন্টা পরে চুল শ্যাম্পু করে নিবেন। এই তেল আপনার চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করতে পারে।

এতক্ষণ আমি আপনাকে জানালাম হোমমেড হেয়ার অয়েল রেসিপি এ আর্টিকেল এর পরবর্তী অংশে আমি আপনাকে জানানোর চেষ্টা করব পেঁয়াজের তেল বানানোর নিয়ম।

পেঁয়াজের তেল বানানোর নিয়ম

আপনি যদি আর্টিকেলটিতে পেঁয়াজের তেল বানানোর নিয়ম সম্পর্কে জানার জন্য এসে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। তো চলুন আমি আপনাকে জানাই পেঁয়াজের তেল বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত।

১। তেল গরম করাঃ আপনি পেঁয়াজের তেল বানানোর জন্য এখানে নারিকেল বা সরিষার তেল যে কোন একটি নিতে পারেন। এবং এটি করাইতে নিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিন।

২। পেঁয়াজ প্রস্তুত করাঃ আপনি এখানে দুটি বা একটি বড় পেঁয়াজ নিতে পারেন এবং তার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে পারেন বা আপনি এখানে শুধু তার রস ও ব্যবহার করতে পারেন।

৩। ধীরে ধীরে রান্না করাঃ তেলে আপনি পেঁয়াজের রস মিশিয়ে বা পেঁয়াজের টুকরো দিয়ে মিশ্রণটি আপনি ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন তেলের রং বাদামী হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন।
৪। আরো কিছু উপাদান মেশানোঃ আপনি যদি চান আপনি আরো কিছু প্রাকৃতিক উপাদান এই তেলের মধ্যে মেশাতে চান তাহলে চাইলে আপনি মেসি দানা এবং রসুনও ব্যবহার করতে পারেন।

৫। সংরক্ষণঃ সব উপকরণ মেশানো হয়ে গেলে আরো পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন এবং এরপর আপনি চুলা থেকে তেল নামিয়ে নিন। এমন একটি কাঁচের পাত্রে আপনি ছাকনা দিয়ে তেল ছেঁকে নিয়ে সংরক্ষণ করুন।

৬। ব্যবহারঃ এই তেল আপনি সপ্তাহের দুই থেকে তিনবার ব্যবহার করুন এবং এটি ব্যবহারের প্রায় এক থেকে দুই ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলুন। এ তেল আপনার চুলের বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়তা করতে পারে। আপনার চুল সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল করে তুলতে ও সহায়তা করতে পারে।

এতক্ষণ আমি আপনাকে জানালাম পেঁয়াজের তেল বানানোর নিয়ম এর পরবর্তী অংশে আমি আপনাকে যা জানাবো তা হলো অনিয়ন হেয়ার অয়েল দাম সম্পর্কে বিস্তারিত।

অনিয়ন হেয়ার অয়েল দাম

অনিয়ন হেয়ার অয়েলের দাম বিভিন্ন ব্র্যান্ড হিসেবে বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশ অনিয়ন হেয়ার অয়েল এর বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। আপনি যদি এই আর্টিকেলটিতে অনিয়ন হেয়ার অয়েল দাম সম্পর্কে জানার জন্য এসে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। নিচে কিছু বাংলাদেশী ব্র্যান্ডের অনিয়ন হেয়ার অয়েল এর দাম দেওয়া হল।

১। লোকাল হারবাল ব্র্যান্ডঃ আপনি যদি বাংলাদেশের লোকাল হারবাল ব্র্যান্ডের অনিয়ন তেলের দাম সম্পর্কে জানতে চান তাহলে এই ব্র্যান্ডের ১০০ মিলি অনিয়ন হেয়ার অয়েল এর দাম প্রায় ২০০ থেকে ৪০০ টাকা হতে পারে।
অনিয়ন হেয়ার অয়েল দাম

২। ওয়াও অনিয়ন অয়েলঃ বাংলাদেশী আরও একটি ব্র্যান্ড ওয়াও অনিয়ন অয়েল এটির এটির দাম যদি আপনি জানতে চান তাহলে এর দাম হতে পারে ১০০ মিলিয়ে অনিয়ম হেয়ার অয়েল এর দাম ৫০০ থেকে ৬০০ টাকা হতে পারে।
৩। ইন্দুলেখাঃ ইন্দুলেখা একটি ফেমাস তেলের ব্র্যান্ড আপনি যদি এই ব্র্যান্ডের তেলের অনিয়ম হেয়ার অয়েলের দাম সম্পর্কে জানতে চান তাহলে ১০০ মিলি অনিয়ন হেয়ার অয়েল এর দাম হতে পারে ৪৫০ থেকে ৫০০ টাকা।

৪। হোমমেড তেলঃ আপনি যদি হোমমেড অনিয়ন তেলের দাম সম্পর্কে জানতে চান তাহলে ১০০ মিলি অনিয়ন হোমমেড তেলের দাম হতে পারে 150 থেকে 300 টাকা। এতক্ষণ আমি আপনাকে জানালাম অনিয়ন হেয়ার অয়েল দাম।

শেষ কথা 

এই পুরো আর্টিকেলটিতে আমি আপনাকে যা যা জানালাম তা হল হারবাল তেল বানানোর উপকরণ,হোমমেড হেয়ার অয়েল রেসিপি,পেঁয়াজের তেল বানানোর নিয়ম,অনিয়ন হেয়ার অয়েল দাম সম্পর্কে বিস্তারিত।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

adsterra

banner