ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম - ফেসবুকে কত ভিউ কত টাকা
ফেসবুক বর্তমান সময়ের এক অন্যতম জনপ্রিয় মাধ্যম।দৈনিক কোটি কোটি মানুষ এটি
ব্যবহার করে থাকেন তবে এটি অনেকে বিনোদনের জন্য ব্যবহার করে থাকেন কেউ আবার আয়ের
জন্য ব্যবহার করছেন বর্তমানে আপনি যদি আয়ের জন্য ব্যবহার করতে চান তাহলে এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে করলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি
ফেসবুক
থেকে আয় করতে পারবেন।
এছাড়াও জানতে পারবেন ফেসবুকে কত ভিউ কত টাকা , ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা
পাওয়া যায় ,ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় সমুহ ।
ভুমিকা
বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিনোদনেরর জন্যই ব্যবহার হয় না
বর্তমানে এটি মানুষের আই এর একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। এর আগে ফেসবুকে
কোনভাবে আয় করা যেত না তবে গত কয়েক বছর থেকে facebook তাদের ক্রিয়েটর দের
নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে।
অনেকেই জানতে চেয়েছেন ফেসবুকে কত ভিউ কত
টাকা,ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়,ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম এই
প্রশ্নগুলো আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত
জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমি আপনাকে সর্বপ্রথম জানাই ফেসবুকে কত ভিউ কত
টাকা পাওয়া যায়।
ফেসবুকে কত ভিউ কত টাকা
আর্টিকেলের প্রথম অংশে আমি আপনাকে জানাবো আর্টিকেলের প্রথম অংশ আমি আপনাকে জানাবো
ফেসবুকে কত ভিউ কত টাকা । বাংলাদেশের হিসেবে ফেসবুকে কত ভিউ তে কত টাকা দেয় সে
হিসাবে আমি আপনাকে জানাবো। ফেসবুকে অবশ্যই আপনাকে একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর
হতে হবে এবং আপনার পেজ মনিটাইজেশন এর অন্তর্ভুক্ত হতে হবে।
ফেসবুক ভিডিও থেকে সাধারণত আয় করা যায় ১০০০
ভিউয়ের
উপর ডিপেন্ড করে প্রথমে একটি ভিত্তি ধরা হয় তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে
আপনার সব ভিডিও কিন্তু বিজ্ঞাপনের যোগ্য না যার ফলে প্রতিটা ভিডিওতে ১০০০ কেন ১০
হাজারের বেশি হলেও তা থেকে আয় করা সম্ভব নয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কে কত মিনিট ভিডিওটি
দেখল এবং কতদূর পর্যন্ত দেখল এবং আপনার ভিডিও দেখার গড় সময় কত দূর পর্যন্ত।
বাংলাদেশের সাধারণত প্রতি এক হাজার ভিউয়ে দুই ডলার থেকে দশ ডলার পর্যন্ত পাওয়া
যায় তবে এটি দেশ ও কাল ভেদে পরিবর্তন হতে পারে।
চলুন এখন আমি বাংলাদেশি ঢাকায় আপনাকে একটি হিসাব করে দেই-
আপনার যদি দৈনিক ১০০০ ভিউ হয় এবং সেটা যদি ভালো পরিমাণে এড আসে তাহলে আপনার সাথে
ধরলাম দুই ডলার করে পাইলেন অর্থাৎ তাহলে আপনি পথে ১০০০ এর জন্য পাবেন বাংলাদেশে
ঢাকার ২৪৩ টাকা। আবার ধরলাম আপনার প্রতি ১০০০ ভিউ আসলো পাঁচ ডলার তাহলে আপনি
পাবেন বাংলাদেশি টাকার মোটামুটি ৬০৯ টাকা।
আরো পড়ুনঃ
ফ্রিল্যান্সিং শিখার গুরুত্বপুর্ন টিপস
আর এটি যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ হয় তাহলে আপনি 1000 ভিউ এ সাধারণত 8
থেকে নয় ডলার পর্যন্ত পেতে পারেন । বাংলাদেশি টাকায় মূল্য হল ১০০০
টাকা
বা ১০০৯০ টাকার মত। এটি শুধুমাত্র আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য জানালাম
তবে দেশ ও সময় এবং পরিস্থিতি অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে।
এছাড়াও আপনি ফেসবুকের কিছু নতুন নিয়ম আছে যেমন স্টার এই স্টার যদি কেউ আপনাকে
পাঠায় আপনার উপর খুশি হয়ে তাহলে আপনি সেই অনুযায়ী টাকা পেতে পারেন সাধারণত এক
স্তরে এক টাকা ধরা হয় এছাড়া কিছু কমিশন এখানে ফেসবুক কেটে রাখে।
ভিউ বাড়ানোর কয়েকটি উপায়
ভিউ বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে। আপনাকে কখনো হতাশ
হওয়া যাবে না আপনি মনোযোগ ধরে রেখে নিয়মিত ভিডিও দিতে থাকুন। কারণ আপনার
দর্শকের ভিউ এবং দর্শকের এনগেজমেন্ট এর উপর আপনার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হতে
পারে।
প্রথমের দিকে খুব বড় ভিডিও না বানিয়ে অল্প আকারে ছোট ছোট ভিডিও বানানো উত্তম।
এবং আপনি যে বিষয়ে কন্টেন্ট বানাতে চান শুধুমাত্র সেই বিষয়ে কন্টেন্ট বানাবেন
এমন যেন হয় না আপনি যেন পাঁচ মিশালী কনটেন্ট বানাচ্ছেন। তারমানে দাঁড়াচ্ছে
আপনাকে প্রথমে নির্দিষ্ট গোল ঠিক করতে হবে যে আপনি কি রিলেটেড কন্টেন
বানাবেন?
আমি আপনাকে জানাচ্ছি ফেসবুকে কত ভিউ কত টাকা ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া
যায়,ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম কিভাবে করবেন ।
আপনি যদি ফানি রিলিমিটেড কন্টেন বানান তাহলে শুধুমাত্র আপনাকে ফানি রিলেটেড
কন্টিনই বানাতে হবে আপনি যদি শিক্ষা নিয়ে কন্টেন্ট বানান তাহলে আপনাকে শুধু
শিক্ষা নিয়ে কন্টেন বানাতে হবে এছাড়াও আপনি যদি ট্রাভেল ভ্লগ করতে চান তাহলে
আপনাকে শুধু ট্রাভেল ভ্লগ নিয়ে ভিডিও বানাতে হবে। তাহলে আপনার দর্শক এর
এঙ্গেজমেন্ট
বাড়বে।
কিন্তু আপনি যদি এটা না করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও বানাতে থাকেন তাহলে
দর্শক এনগেজমেন্ট কমে যাবে এর জন্য নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও বানানো উচিত।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ফেসবুকে কত ভিউ কত টাকা । আশা করি আপনি ক্লিয়ার
হয়েছেন এই বিষয়টিতে। চলুন আর্টিকেলের পরের অংশে আমি আপনাকে জানাই ফেসবুকে কত
ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
আপনি যদি ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় জানতে এ আর্টিকেলের প্রবেশ করে
থাকেন তাহলে আর্টিকেলের এই অংশটি শুধুমাত্র আপনার জন্য। চলুন এখন আমি আপনাকে
বিস্তারিত জানাই ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় ।
ফেসবুকে শুধুমাত্র ভিউয়ের উপরে ডিপেন্ড করে টাকা ইনকাম হয় না আপনার ফলোয়ারের
ওপর অর্থাৎ আপনার ফলোয়ার সংখ্যার উপর ডিপেন্ড করে অনেক বেশি ভূমিকা পালন করে।
আগে নিয়ম ছিল আপনার দশ হাজার ফলোয়ার
এবং গত দুই মাসে আপনাকে অনেক বেশি ভালো থাকতে হবে কিন্তু ২০২৪-২৫ এ এসে ফেসবুকের
কোম্পানি মেটা এই নিয়মটি পরিবর্তন করেছে বর্তমানে ৫০০০ ফলোয়ার হলেই আপনি ইনকাম
করতে পারবেন তবে শুধু ফলোয়ার হলেই হবে না।
আপনাকে ভালো কনটেন্ট দিয়ে আপনাকে ওয়াচ টাইম ও আদায় করতে হবে। তাহলে বোঝা
গেল যে ৫০০০ ফলোয়ার হলেই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন প্রোগ্রাম পাওয়ার জন্য
যথেষ্ট হবেন তবে যখন আপনার দশ হাজারের বেশি ফলার হয়ে যাবে তখন আপনি বিভিন্ন
ধরনের ব্র্যান্ড বিভিন্ন ধরনের স্পন্সর থেকে করতে পারবেন
তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন facebook এর কমিউনিটি স্ট্যান্ডার্ড
মেনে চলেন এবং সেই অনুযায়ী ভিডিও বানান। এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ফেসবুকে
কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় চলুন আর্টিকেলের শেষ অংশ আমি আপনাকে জানাই
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম কিভাবে করবেন
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম
বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা অনেক বেশি যার ফলে অনেকেই চাই ফেসবুক পেজ
খুলে সে মাধ্যম থেকে টাকা ইনকাম করতে। তবে আপনার ইচ্ছা থাকলেও আপনি খুলতে পারছেন
না তাহলে এই আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় সমূহ;
সাধারনত প্রথম যে উপায় সেটা হচ্ছে ফেসবুক থেকে টাকা আয় করার অন্যতম একটি মাধ্যম
হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। আপনাকে নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট নিয়মে ভিডিও
বানিয়ে সেই ভিডিওতে দর্শক এনগেজমেন্ট করতে হবে এবং আপনি যদি সেই শর্তগুলো
সম্পন্ন পূরণ করতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনি টাকা পেতে পারেন।
আরো পড়ুনঃ
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন?
এছাড়াও আপনি আপনার বিজনেস রিলেটেড পেজ খুলে সেখানে মার্কেটিং করতে পারবেন এবং
আপনি ফেসবুকে বাই এন্ড সেল করতে পারবেন। এতে করে আপনার দুই ধরনের লাভ হবে একদিকে
আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন আবার অপরদিকে আপনার ভিডিও গুলো দিয়ে
আপনার ইনকাম হচ্ছে।
পেজ থেকে আয় করতে হলে অবশ্যই আপনার অন্তত ৫০০০ থেকে ১০ হাজার ফলোয়ার দরকার হবে
নিয়মিত ভালো মানের কনটেন্ট দিতে হবে যাতে করে আপনার দর্শকরা আপনার উপর খুশি হয়
এবং সেগুলো দেখতে স্বাচ্ছন্দ বোধ করে।
শেষ কথা
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ফেসবুকে কত ভিউ কত টাকা ফেসবুকে কত ফলোয়ার হলে
টাকা পাওয়া যায়,ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম কিভাবে করবেন ।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি
আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url