Solas ট্যাবলেট কি চুষে খেতে হয় ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন

কৃমি এমন একটি সমস্যা যা মানব দেহের জন্য অল্প বয়সে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল মানুষের ক্ষেত্রেই এ ধরনের সমস্যা হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে সোলাস ট্যাবলেট ।এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে এই ওষুধ নিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয়

সোলাস ট্যাবলেট এর কাজ কি,সোলাস এর উপকারিতা,সোলাস ১০০ খাওয়ার নিয়ম ও সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় সম্পর্কে বিস্তারিত জানুন । 

ভুমিকা

সাধারণত বাংলাদেশের এই আবহাওয়ায় কৃমির উপদক বেশি দেখা যায়। চলুন আমরা এখন কৃমির একটি ওষুধ সম্পর্কে জানি ওষুধ টির নাম সোলাস ১০০ ট্যাবলেট। এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সোলাস ট্যাবলেট এর কাজ কি,সোলাস এর উপকারিতা,সোলাস ১০০ খাওয়ার নিয়ম ও সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় এই সম্পর্কে বিস্তারিত।

সোলাস ট্যাবলেট এর কাজ কি

আপনি যদি সোলাস ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে এই আর্টিকেল টিতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করে এসেছেন। সোলাস ১০০ ট্যাবলেট টি মেবেনডাজল গ্রুপের একটি ঔষধ। 
 এই সোলাস ট্যাবলেট টি সাধারণত সুতা কৃমি, ফিতা কৃমি, কেচো কৃমি, হুক কৃমি ইত্যাদির কারণে খাওয়া হয়ে থাকে। যাদের পেটে অনেক পরিমাণে কৃমি থাকে তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন তবে গ্রহণ করার আগে অবশ্যই ভালো কোন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

চলুন এখন আমি আপনাকে সোলাস এর উপকারিতা সম্পর্কে জানাই-

সোলাস এর উপকারিতা

একটু পরে আমি আপনাকে জানাবো সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় ? চলুন তার আগে আমি আপনাকে জানাই সোলাস এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত।

কৃমি দূর করেঃ সোলাস ট্যাবলেটের সর্বপ্রথম উপকারিতা হলো সোলাস ট্যাবলেট কৃমি দূর করে।
কৃমির ডিম নষ্ট করেঃ সোলাস ট্যাবলেট এর আরেকটু উপকারিতা হলো এটি ক্রিমের ডিম নষ্ট করে।

শারীরিক দুর্বলতা কমায়ঃ ট্যাবলেটটি শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে এটি শরীরের শক্তি বৃদ্ধি করে।
ক্ষুধা বাড়ায়ঃ অনেকের কৃমির কারণে ক্ষুধা কম অনুভব করেন সেই সকল রোগীর ক্ষুধা বৃদ্ধি করে এইটা ওষধ টি। চলুন এখন আমি আপনাকে জানাই সোলাস ১০০ খাওয়ার নিয়ম সম্পর্কে।

সোলাস ১০০ খাওয়ার নিয়ম

সোলাস ট্যাবলেট টি প্রত্যেক জন প্রাপ্তবয়স্ক রোগের ক্ষেত্রে তিন মাস অন্তর অন্তর একটি করে পাওয়া যেতে পারে। অর্থাৎ বছরে চারটি। এছাড়াও যদি কোন ব্যক্তির বেশি পরিমাণে কৃমি দেখা দেয় তাহলে সে দুই মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে ছয়টি এই ওষুধ খেতে পারবে। 

কিন্তু কৃমি যদি বাচ্চাদের দেখা দেয় তাহলে সোলাস ট্যাবলেট না কিনে তখন বাচ্চাদের জন্য সোলাস সিরাপ খাওয়াতে হবে। বাচ্চাদের জন্য ১০০ মি.লি. সিরাপ দৈনিক ১০ মিলি করে খাওয়াতে হবে। এর বেশি খাওয়ানো যাবে না।

এখন আমি আপনাকে সোলাস ১০০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানালাম চলুন এখন আমি আপনাকে জানাবো। সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য।

সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয়

আপনি যদি সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় কি না এটা জানতে এই আর্টিকেলটিতে এসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

এই ওষুধটি চুষে খাওয়ার প্রয়োজন নেই তবে আপনি চাইলে এই ওষুধটি চুষে খেতে পারেন। শিশুরা যদি এটি চুষে না খেতে পারে তাহলে তাদের জন্য দিন গুঁড়ো করে নিতে মিশিয়ে এই ওষুধটি পান করতে পারবে। আর শিশুদের জন্য তো সিরাপ রয়েছে শিশুরা সাধারনত সেই সিরাপ টি খেয়ে থাকে।

বাংলাদেশে দাম

সোলাস ট্যাবলেটটি অপসোনিন ফার্মা লিমিটেড এর একটি ঔষধ। সোলাস ১০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ১ টাকা ১৫ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ৬ টা করে থাকে পাতার দাম ৬.৯০ টাকা করে। 
আবার সোলাস ১০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ১ টাকা ১৫ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১৮ টা করে থাকে পাতার দাম ২০.৭০ টাকা করে।

শেষ কথা 

এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি সোলাস ট্যাবলেট এর কাজ কি,সোলাস এর উপকারিতা,সোলাস ১০০ খাওয়ার নিয়ম সোলাস ট্যাবলেট কি চুষে খেতে হয় এ সম্পর্কে বিস্তারিত৷ আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

ads top