যৌবন ধরে রাখতে থানকুনি পাতার জাদুকরী উপকারিতা ও ব্যবহার জেনে নিন
থানকুনি পাতা শুধুমাত্র খাওয়ার জন্যই না চিকিৎসা উদ্ভিদের জন্য একটি
গুরুত্বপূর্ণ পাতা। থানকুনি পাতার অনেক গুণাগুণ রয়েছে এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়লে আপনি থানকুনি পাতা সম্পর্কে সকল বিষয় জানতে পারবেন।
এছাড়াও জানতে পারবেন থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা,থানকুনি পাতা চুলের
উপকারিতা,পেটের সমস্যায় থানকুনি পাতা,থানকুনি পাতা খাওয়ার নিয়ম ও যৌবন ধরে
রাখতে থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে ।
ভুমিকা
প্রাকৃতিক চিকিৎসা ও ভেষজ উদ্ভিদের জগতে ধান কুনি পাতা একটি অতি পরিচিত ও বহল
ব্যবহৃত একটি নাম। আমাদের দেশে বিশেষ করে গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে অনেক
রোগের ঘরোয়াব চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর্টিকেলটাতে আমি আপনাদেরকে
জানাই থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা,থানকুনি পাতা চুলের উপকারিতা,পেটের
সমস্যায় থানকুনি পাতা,থানকুনি পাতা খাওয়ার নিয়ম ও যৌবন ধরে রাখতে থানকুনি
পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য।
থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা
আপনি যদি এই আর্টিকেলটিতে থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে
প্রবেশ করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। চলুন এখন আমি আপনাকে
থানকুনি পাতার উপকারিতা জানাবো।
থানকুনি পাতার উপকারিতাঃ
থানকুনি পাতায় অনেক বেশি উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপকারিতা
নিচে দেওয়া হলোঃ
১. হজম শক্তি বৃদ্ধি করেঃ থানকুনি পাতায় থাকা প্রাকৃতিক উপাদান পেট ঠান্ডা রাখতে
সাহায্য করবে এবং হজমে সহায়তা করতে সাহায্য করবে এবং আপনার যদি ডায়রিয়া বা
পাতলা পায়খানা হয় তাহলে এটির সমাধান করতে সাহায্য করবে।
২. রক্ত বিশুদ্ধকরণের সাহায্য করেঃ আপনি যদি থানকুনি পাতা নিয়মিত খেতে পারেন
তাহলে আপনার শরীরের ত্বক উজ্জ্বল হবে এবং রক্ত বিশুদ্ধ হবে এটি সাধারণত ব্রণ ও
অন্যান্য ত্বক জনিত সমস্যায় উপকারী হিসেবে কাজ করে।
৩. জীবনানশক হিসেবে কাজ করেঃ আপনার শরীরের কোন স্থানে যদি ক্ষত হয় বা কেটে যায়
তাহলে এটির নির্জাস এটি রস করে এই ক্ষতস্থানে লাগালে এটি দ্রুত কত শুকাতে এবং ঘা
শুকাতে সাহায্য করে।
৪. চাপ ও বিষন্নতা কমেঃ থানকুনি পাতার রস নির্যাস মঞ্চেরা শান্ত রাখতে সাহায্য
করে এবং মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাসে কার্যকরী ভূমিকা পালন করে।
৫. লিভার পরিষ্কার করেঃ থানকুনি পাতা লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য
করে এবং আপনার লিভারে জমে থাকা টক্সিন জাতীয় পদার্থ দূর করতে সাহায্য করে।
৬. স্মৃতিশক্তি উন্নত করেঃ থানকুনি পাতাতে ব্রাহ্মক্সাইড নামক একটি যৌগ থাকে যা
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ
উপকারী হতে পারে। এর জন্য আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই
আপনাকে রেগুলার থানকুনি পাতার রস খাওয়া উচিত।
এতক্ষণ আমি আপনাকে থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানালাম চলুন এখন
আমি আপনাকে জানাবো থানকুনি পাতার অপকারিতা সম্পর্কে বিস্তারিত।প্রতিটি জিনিসের
যেমন উপকারিতা রয়েছে তেমনি তার পাশাপাশি প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্ট বা কিছু
অপকারিতা ও রয়েছে।
থানকুনি পাতার অপকারিতা
১.অতিরিক্ত সেবনে লিভারের ক্ষতিঃ আপনি যদি দীর্ঘদিন ধরে এটি অনেক বেশি খেয়ে
থাকেন তাহলে আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোন জিনিসের অতিরিক্ত করা ভালো
না বিশেষ করে থানকুনি পাতার রস অতিরিক্ত খেলে আপনার লিভারের উপর বিরূপ ভাবে
পড়বে।
২. মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাবঃ অনেক সময় অতিরিক্ত পরিমাণে পাতার রস খেলে বা ধান
গুনে পাতা খেলে অতিরিক্ত খাওয়ার ফলে মাথা ঘুরে বা ঘুম ঘুম ভাব দেখা যায় যার ফলে
অনেক সময় আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন
৩. এলার্জির সমস্যাঃ কিছু কিছু মানুষের এলার্জি থাকে তারা যদি থানকুনি পাতা
ব্যবহার করে ত্বকে তখন দেখা যায় কিছু কিছু মানুষ এর মতো এলার্জি সৃষ্টি হয়।
৪.গর্ভবতী ও স্থানীয় দায়ী নারীদের জন্য বিশেষ সতর্কতা এ অবস্থায় এই থানকুনি
পাতাটি না খাওয়াই উচিত তারপরেও যদি খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞ
পরামর্শ ছাড়া থানকুনি পাতা খাওয়া উচিত নয়
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা আর্টিকেলের
পরের অংশ আমি আপনাকে জানাবো থানকুনি পাতা চুলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য
থানকুনি পাতা চুলের উপকারিতা
থানকুনি পাতা সদস্যের অভ্যন্তরীণ উপকারী করে না বরং এটি আমাদের শরীরের স্বাস্থ্য
ভালো রাখে এবং বাহ্যিকভাবে আমাদের চুলের যত্নতেও
অনেক বেশি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।চলুন আমি আপনাকে এখন থানকুনি পাতা চুলের
উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানাই।
১. চুল পড়া কমায়ঃ থানকুনি পাতায় থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান মাথার ত্বকে
রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে যা চুলের গোড়াকে মজবুত করে এবং অনেক বেশি
শক্তিশালী করে এবং অতিরিক্ত চুল পড়া কমায় একেবারে সম্পূর্ণ কমাতে পারে না তবে
কিছুটা হলেও উপকারী।
আরো পড়ুনঃ
ব্রেন ঠান্ডা রাখার ইসলামিক উপায়
২. নতুন চুল গজাতে সাহায্য করেঃ আপনি যদি নিয়মিত থানকুনি পাতার পেস্ট বানিয়ে
দাস মাথায় লাগান তাহলে চুলের হোলি করলাম এর একটি উপাদান সক্রিয় হয়ে ওঠে এবং
আপনার মাথার নতুন চুল গজাতে সাহায্য করবে।
৩. ড্যানড্রাফ বা খুশকি দূর করেঃ থানকুনি পাতার মাথার
ত্বকের
প্রশাসন ব্যবহার করে ফলের থানকুনি পাতায় থাকা এন্টি ফাংগাল গুন মাথার ত্বকে জমা
থাকে যা মাথার মৃত কোষ ও খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে।
৪. চুলের আদ্রতা বজায় রাখেঃ থানকুনি পাতা চুলকে প্রাকৃতিকভাবে মশ্চারাইজ করে
তুলে ফলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায় না ফলে আপনার চুল সব সময় থাকবে
মশ্চারাইজিং।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম থানকুনি পাতা চুলের উপকারিতা আর্টিকেলের পরের অংশ
শুলাম আমি আপনাকে জানাই পেটের সমস্যায় থানকুনি পাতা এর ব্যবহার।
পেটের সমস্যায় থানকুনি পাতা
যখন ওষুধ আবিষ্কার হয়নি তখন থেকে থানকুনি পাতার পেটের নানা সমস্যায় ঘরোয়া
ওষুধে ব্যবহৃত হয়ে আসছে চলুন এখন পেটের সমস্যায় থানকুনি পাতা এর ব্যবহার
সম্পর্কে জানায়।
১. গ্যাসের সমস্যাঃ থানকুনি পাতাতে পেটে গ্যাস জমতে বাধা যায় এবং অম্বলের কারণে
বুক জ্বালাপোড়া বা অস্বস্তিক আমাদের সাহায্য করে।
২. ইনফেকশন জনিত কোন সমস্যা দূর করতে সাহায্য করে। যদি আপনার আন্তরিক রোগ বা
প্রতিরোধে কোন ব্যাকটেরিয়া বা পরজিবির সংক্রমণ ঘটে তাকে পেট থেকে রক্ষা করতে
পারে থানকুনি পাতা।
৩. থানকুনি পাতা পেট ফাঁপা পেট ভারি লাগা অসুস্থ অনুভূতি হওয়া বমি বমি ভাব লাগার
হতে মুক্তিযোদ্ধা সাহায্যকারী এবং থানকুনি পাতা হজম শক্তি বাড়ায়।
৪. তোরে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত মূল থেকে ভুগছেন তাদের জন্য
থানকুনি পাতাটা কিছুটা স্বস্তিকা এবং এটি অন্তরের প্রদাহ কমাতে সাহায্য করে।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম পেটের সমস্যায় থানকুনি পাতা এর ব্যবহার
আর্টিকেলের পরের অংশ আমি আপনাকে জানাবো থানকুনি পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে
বিস্তারিত তথ্য ।
থানকুনি পাতা খাওয়ার নিয়ম
থানকুনির উপকারিতা জানার আগে অবশ্যই আমাদের জানা উচিত আমরা কিভাবে গ্রহণ করব।
চলুন এখন আমি আপনাকে থানকুনি পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাই।
১. কাঁচা চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে তার থেকে পাঁচটি তাজা
হানকুনি পাতা চিবিয়ে খেতে পারেন ভালো করে ধুয়ে নিতে হবে এবং পেটে হালকা গরম
পানি পান করুন তারপর এটা খেতে পারেন।
২. এছাড়াও থানকুনি পাতার রস করে খেতে পারেন ১০ থেকে ১২ টি পাতা ব্লেন্ড করে থেকে
রস করুন প্রতিদিন এক থেকে দুই চামচ করে পান করুন গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে
সাহায্য করবে।
৩. পাতার শরবত হিসেবে খেতে পারেন কিছু থানকুনি পাতা পানিতে সিদ্ধ করুন থেকে
ঠান্ডা করে দিন একবার খেতে পারেন।
সতর্কতা: অন্য কোন ওষুধ খেলে বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে আগে চিকিৎসকের
পরামর্শ নিন।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম থানকুনি পাতা খাওয়ার নিয়ম আর্টিকেলে শেষ অংশে
আমি আপনাকে জানাবো যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা তথ্য ।
যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা
যৌবন ধরে রাখতে থানকুনি পাতার গুরুত্ব অপরিসীম। থানকুনি পাতা সাধারণত আমাদের
ত্বকের পুষ্টি যোগায় আমাদের ত্বকে টানটান করে রাখে এবং চুল পড়া কমায় যার ফলে
চুল থাকে মশ্চারাইজিং।
এছাড়াও থানকুনি পাতা মানসিক চাপ কমাতে সাহায্য করে যা বার্ধক্যের অন্যতম কারণ
হিসেবে দাঁড়াই কিন্তু এই বার্ধক্যের চাপ কমাতে সাহায্য করে। থানকুনি পাতায় খোলা
আছেন ঢাকায় খোলা যেন উৎপন্ন করে এবং খোলা জানালা এমন একটি প্রোটিন যা আমাদের
ত্বককে রাখে টানটান ও মসৃণ।
শেষ কথা
এতক্ষণ আমি আপনাকে জানালাম থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা,থানকুনি পাতা চুলের
উপকারিতা,পেটের সমস্যায় থানকুনি পাতা,থানকুনি পাতা খাওয়ার নিয়ম ও যৌবন ধরে
রাখতে থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে ।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি
আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url