ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম - আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম
চুল পড়ার প্রভাবে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অনেকে মানসিক ভাবে ভেঙে পড়ে
তবে আশার কথা হলো সময় মতো এবং সঠিক যত্ন নিলে
চুল পড়া
অনেকটাই কমে যায়। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মাথার চুল
কিভাবে টিকিয়ে রাখবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এছাড়াও জানতে পারবেন ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম আয়ুর্বেদিক তেল
বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো ।
ভুমিকা
সাধারণত পুরুষের জীবনযাত্রা মানসিক চাপ ও অনিয়মিত খাদ্য অভ্যাসের কারণে পুরুষের
চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ছেলেরা কৈশোর বা
বয়সন্ধিকাল পার হওয়ার পর থেকেই চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল শুধুমাত্র
সৌন্দর্যেরই প্রতিক নয় চুল একটি আত্মবিশ্বাসেরও প্রতীক তাই চুল পড়লে মানসিকভাবে
অনেকেই ভেঙে পড়ে।
চলুন আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব ছেলেদের চুল পড়া বন্ধ
করার তেলের নাম আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো
চুল পড়া বন্ধ করার উপায় ডাক্তারের পরামর্শ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাকে
জানানোর চেষ্টা করব।
ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
আর্টিকেলের প্রথম অংশে আমি আপনাকে জানাবো ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
সম্পর্কে বিস্তারিত। ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য বাজারে বেশ কয়েকটি কার্যকর
তেল পাওয়া যায় যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং
অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন নতুন চুল গজাতে সাহায্য করে।
চলুন তাহলে এখন আমি আপনাকে ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম সম্পর্কে জানাই।
Himalaya Anti-Hair Fall Hair Oil: এই তেলটি প্রাকৃতিক উপাদান তৈরি হয় যা আপনার
চুল পড়া রোধে অনেকটাই কার্যকর। এছাড়াও চুল শক্ত করতে সাহায্য করে এটি বাজারে
আনুমানিক ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ
হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
Mamaearth Onion Hair Oil: এই তেলটিতে পারবেন ও সালফেট নামক রাসায়নিক পদার্থগুলো
থাকে না যার ফলে এটি আপনার চুলকে শক্ত করে এবং নিয়মিত ব্যবহার করলে চুল পড়া
কমাতে অনেক বেশি সাহায্য করে। বাজারে এই তেলটি আপনি ১৫০ মিলি ৬০০ থেকে ৮০০ টাকার
মধ্যে পেয়ে যাবেন
WOW Skin Science Onion Black Seed Hair Oil: এই তেলটি পেঁয়াজ ও কালো জিরার
সংমিশ্রণে তৈরি করা হয় যা আপনার চুলকে করবে সত্য এবং চুলের গোড়া হবে অনেক বেশি
মজবুত। এটি বাজারে ২০০ মিলি লিটার পাওয়া যায় এটির মূল্য বাংলাদেশে টাকায় ৯০০
থেকে ১১০০ টাকার মধ্যে হবে।
Parachute Advanced Ayurvedic Hair Oil: এই তেলটিতে ২৫ টি এর বেশি হারবালের
উপাদান মিশ্রণ যুক্ত থাকে। এই তেল টি নিয়মিত ব্যবহার করলে আপনার চুল পড়া কমে
যাবে। এটি বাংলাদেশে ১০০ মিলি পাওয়া যায় যার মূল্য ২০০ থেকে ২৫০ টাকা।
Sesa Hair Oil: এই তেলটি আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হয় যা আমাদের স্কেল পেয়ে
রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। যার ফলে এটি আপনার চুলের গোড়াকে শক্ত
করবে ও মজবুত করতে সাহায্য করবে। এই তেলটি বাংলাদেশে ১০০ মিলি পাওয়া যায় যার
আনুমানিক দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
Kesh King Ayurvedic Hair Oil: এই তেলটি আপনার
চুলের গোড়ায়
পুষ্টি সরবরাহ করবে এটি সাধারণত ডাক্তার দিয়ে পরীক্ষিত যাকে বলা হয়
ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটি ১৫০ মিলি এর বোতলে পাওয়া যায় যার আনুমানিক
মূল্য হবে ৩৫০ থেকে ৪৫০ টাকা।
গুরুত্বপূর্ণ টিপসঃ
- তেল ব্যবহারের আগে অবশ্যই হালকা গরম করে ম্যাসাজ করলে বেশি উপকার পাওয়া যায়
- শ্যাম্পু করার এক থেকে দুই ঘন্টা আগে তেল ব্যবহার করুন
- সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার তেল ব্যবহার করুন।
আমি আপনাকে জানাচ্ছি ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম আয়ুর্বেদিক তেল
বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো ।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম এরপরের
অংশগুলোতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম ছেলেদের
চুলের জন্য কোন তেল ভালো চুল পড়া বন্ধ করার উপায় ডাক্তারের পরামর্শ সম্পর্কে
বিস্তারিত।
আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম
আর্টিকেলের এই অংশে আমি আপনাকে জানাবো আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম সম্পর্কে
বিস্তারিত। আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম এর জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিস
সংগ্রহ করতে হবে।
উপকরণগুলো হলঃ নারকেল তেল কালোজিরা মেথি দানা আমলকি ব্রাহ্মী পাতা শুকনো পিঁয়াজ
কুচি কারি পাতা।
এর মধ্যে নারকেল তেল এক কাপ নিতে হবে কালোজিরা 1 টেবিল চামচ নিতে হবে মেথিদানা এক
টেবিল চামচ নিতে হবে আমলকি গুড়া নিতে হবে এক টেবিল চামচ আর ব্রাহ্মী পাতা যদি
পান আপনি তাহলে এক টেবিল চামচ দিতে পারেন এবং পেঁয়াজ কুচি অবশ্যই ২ টেবিল চামচ
দিতে হবে কারি পাতা যদি পাওয়া যায় তাহলে ১০ থেকে ১৫টি নিবেন।
তৈরি করার পদ্ধতিঃ
প্রথমে এমন একটি পাত্র নিন যাতে নারকেল তেল গরম করা যাবে অবশ্যই তা গরম করতে হবে
হালকা হাতে। তারপরে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে দিন হালকা বাদামি
রং হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর একে একে কালোজিরা মেতে দানা আমলকি ব্রাহ্মী
পাতাও কারি পাতা বেন যদি সবগুলা পেয়ে থাকেন তাহলে।
আরো পড়ুনঃ
কালো থেকে ফর্সা হওয়ার উপায়
সব উপকরণ মিশিয়ে মাঝারি আছে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না উপকরণ
গুলোর করা একটি ঘ্রাণ বের হয়। তেল ঠান্ডা হলে এইটি থেকে কাচের বোতলে সংরক্ষণ
করুন কাছের বোতলে সংরক্ষণ করা সর্বোত্তম।
ব্যবহারের নিয়মঃ
- সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন
- তুলে ও স্কেলপে ভালোভাবে মেসেজ করুন
- অন্তত এক ঘন্টা রেখে দিন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
তবে খেয়াল রাখতে হবে তেলটি অবশ্যই অন্ধকার ও ঠান্ডায় সঙ্গে রাখুন চাইলে ফ্রিতে
সংরক্ষণ করতে পারেন তবে অনেকের ক্ষেত্রে এটি এলার্জির সমস্যা দেখা দিতে পারে সে
ক্ষেত্রে যাদের এলার্জি সমস্যা আছে তাদের না ব্যবহার করাই উত্তম।
আমি আপনাকে জানাচ্ছি ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম আয়ুর্বেদিক তেল
বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো ।
এতক্ষণ আমি আপনাকে জানিয়েছি আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত
আর্টিকেলের পরের অংশ আমি আপনাকে জানাবো ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো।
ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো
চুলের জন্য অবশ্যই তেল ব্যবহার করার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার চুলের ধরুন
আপনার চুল পড়ার মাত্রা এবং আপনার লাইফস্টাইল এর উপর নির্ভর করে। চলুন এই
আর্টিকেলটিতে আমি আপনাকে জানাই ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো হবে।
১. নারকেল তেল: নারকেল তেল আপনার চুলের গোড়ায় পুষ্টি দেবে এবং চুলকে ঝলমলে করবে
আপনার স্কেল কে রাখবে ঠান্ডা ও খুকশি কমাতে সাহায্য করবে যাদের চুল রুক্ষ বা
পাতলা তাদের জন্য আদর্শ হিসেবে নারিকেল তেল ব্যবহার করা যায়।
২. বাদামের তেল: বাদামের তেল ভিটামিন ই সমৃদ্ধ এটি আপনার চুলের গোড়াকে শক্ত করতে
সাহায্য করবে নিয়মিত ব্যবহারে চুল পড়া কমাতে সাহায্য করবে।
৩. পেঁয়াজের তেলঃ পেঁয়াজের তেল চুল পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে
সহায়তা করে তবে এটির গন্ধ একটু ঝাঝালো তবে ফলাফল অনেক বেশি ভালো।
৪. কালোজিরা তেলঃ কালোজিরা তেলটি আয়ুর্বেদিক ভাবে প্রমাণিত। আপনার যদি ঘুমের
সমস্যা থাকে তাহলে এটি ম্যাসাজ করলে ঘুমের সমস্যা দূর করে এবং আরাম দেয়। চুলকে
ঘন করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
আমি আপনাকে জানাচ্ছি ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম আয়ুর্বেদিক তেল
বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো ।
শেষ কথা
এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানালাম ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
আয়ুর্বেদিক তেল বানানোর নিয়ম ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো সম্পর্কে
বিস্তারিত তথ্য। আশা করি আপনি উপকৃত হয়েছেন ।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি
আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url