হার্টের ব্লক দূর করার উপায় - হার্টের রোগীর খাবার তালিকা
বার্ধক্য জনিত কারণে সাধাণত অনেকের
হার্ট ব্লক দেখাঁ
দেয় । এছাড়াও অনেকের খাদ্য অভ্যাসের কারণে হার্ট ব্লক সহ অনেক ধরণের সমস্যা দেখা
দিতে পারে এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন কিভাবে আপনার হার্ট কে
সুস্থ রাখবেন ।
এছাড়াও জানতে পারবেন হার্টের জন্য
ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর
করার ব্যায়াম,হার্ট দুর্বল হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
ভূমিকা
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট যার প্রতি নিয়ত মানব শরীরের
রক্ত সঞ্চালন করে থাকে। এটি ছাড়া মানব দেহ কল্পনা করাই যায় না এটি হলো
মানবদেহের একটি পাম্পিং যন্ত্র হিসেবে কাজ করে। তাই এটির সুস্থ ও স্বাভাবিক থাকা
খুবই জরুরী। যদি অস্বাভাবিক হয়ে যায় তাহলে মানুষের প্রাণনাশ ও হতে পারে।
আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত। আর্টিকেল এর প্রথম অংশে আমি আপনাকে
জানাবো হার্টের জন্য ক্ষতিকর খাবার সম্পর্কে বিস্তারিত।
হার্টের জন্য ক্ষতিকর খাবার
বর্তমান সময়ে কর্ম ব্যস্ততা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, অনিয়মিত
জীবনযাপন এবং শারীরিক পরিশ্রমের অভাবে হৃদরোগ দিন দিন বেড়েই চলেছে। হার্ট ঠিক
রাখতে হলে হার্টের জন্য ক্ষতিকর যে খাবার গুলো আছে ওগুলো থেকে বিরত থাকা উচিত।
আপনাকে আমি এই আর্টিকেল টিতে হার্টের জন্য ক্ষতিকর খাবার সম্পর্কে জানাবো।
১। অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংসঃ আপনি যদি হার্ট ভালো রাখতে চান তাহলে সালামি,
সসেজ, বেকন ইত্যাদি খাওয়া থেকে দূরে থাকুন কারণ এগুলোতে
থাকা সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট যা আপনার ধমনির জন্য ক্ষতিকর হতে পারে।
আরো পড়ুনঃ
স্মৃতিশক্তি বাড়ানোর উপায় জানুন
২। ট্রান্সফ্যাট যুক্ত খাবারঃ ট্রান্সফ্যাট যুক্ত খাবার যেমন বান, কেক, ডোনাট,
প্যাকেটজাত স্ন্যাকস এগুলো আপনার শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং ভালো
কোলেস্টেরল কমায় দিয়ে আপনার হৃদরোগে ঝুকি বাড়াতে পারে।
৩। অতিরিক্ত লবণযুক্ত খাবারঃ অতিরিক্ত লবণ আপনার শরীরে রক্ত চাপ বাড়াতে পারে আর
রক্ত চাপ বাড়লে এটি সরাসরি আপনার হার্টে চাপ পড়তে পারে যা আপনার শরীরের জন্য খুবই
ক্ষতিকর হতে পারে।
৪। স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকা খাবারঃ স্যাচুরেটেড যুক্ত খাবার আপনার ধমনীতে
চর্বি জমাতে পারে যার ফলে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
আমি আপনাকে জানাচ্ছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
এতক্ষন আমি আপনাকে জানালাম হার্টের জন্য ক্ষতিকর খাবার সম্পর্কে বিস্তারিত। এর
পরের অংশে আমি আপনাকে জানাবো হার্টের রোগীর খাবার তালিকা সম্পর্কে।
হার্টের রোগীর খাবার তালিকা
খাটের রোগী জীবন রক্ষার জন্য তার একটি সঠিক খাদ্য তালিকা থাকা খুবই জরুরী। সঠিক
খাবার হৃদ রোগের জন্য উপকারী হতে পারে । তো আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো
হার্টের রোগীর খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত।
১। ফলমূলঃ আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফলমূল খুবই উপকারী
হতে পারে বিভিন্ন রকম ফল যেমন আপেল মালটা আনলো কি বেদানা কলা ইত্যাদি আপনি ফলের
থেকে ফলের রস বেশি খেতে পারেন কারণ ফলের রসে বেশি ফাইবার থাকে যা আপনার হার্টের
জন্য উপকারী হতে পারে।
২। চর্বি ও তেলঃ আপনি ভালো চর্বি বা তেল যেমন অলিভ অয়েল, আখরোট এগুলো খেতে পারেন
এগুলো আপনার হার্টের জন্য উপকারী হতে পারে।
৩। শর্করা যুক্ত খাবারঃ আপনি যদি আপনার হার্ট ভালো রাখতে চান তাহলে আপনার জন্য
সরকারে যুক্ত খাবার যেমন লালচাল, আটা রুটি, মসুর ডাল,মুগ ডাল এগুলো আপনার হার্টের
জন্য উপকারী হতে পারে।
৪। প্রোটিনঃ প্রোটিন যুক্ত খাবার জন্য মাছ মাংস এগুলো আপনার হার্ট সুস্থ রাখতে
সহায়তা করতে পারে।
৫। সবজিঃ আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবজি খাওয়া খুবই
উপকারী হতে পারে যেমন পালং শাক,লাল শাক,পেঁপে, ঝিঙে, মেথি শাক, করোলা,
ব্রকলি,গাজর কুমড়ো ইত্যাদি খাবার এগুলো আপনার হার্ট সুস্থ রাখতে সহায়তা করতে
পারে।
আমি আপনাকে জানাচ্ছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
এতক্ষণ আমি আপনাকে জানালাম হার্টের রোগীর খাবার তালিকা। এই আর্টিকেলের পরের অংশে
আমি আপনাকে জানানোর চেষ্টা করব হার্টের ব্লক দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত।
হার্টের ব্লক দূর করার উপায়
আপনি যদি আর্টিকেলটিতে হার্টের ব্লক দূর করার উপায় সম্পর্কে জানার জন্য ক্লিক
করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় ক্লিক করেছেন। চলুন আমি আপনাকে জানাই
হার্টের ব্লক দূর করার উপায়।
১। এনজিওপ্লাস্টঃ আপনার হার্টে যদি ব্লক হয়ে থাকে তাহলে আপনি আপনার ওয়েটের
এনজিওপ্লাস্ট করাতে পারেন এটি একটি সাধারণ অপারেশন এর মাধ্যমে আপনি দ্রুত আরো
গোলাপ করতে পারেন। এনজিওপ্লাস্ট করা হয়তো আমাদের একটি বেলুন ঢুকিয়ে তার ব্লক
খুলে দেয়া হয়।
আরো পড়ুনঃ
যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা
২। ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণঃ আপনি এই ওষুধগুলো খাইতে পারেন যেমন Cardivas
10 MG Tablet এটি আপনার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারি যার ফলে
আপনার হার্ট ও সুস্থ থাকতে পারে।
আরো একটি ওষুধ আপনি খেতে পারেন যেমন
অ্যাসপেরিন এটি
আপনার শরীরের রক্ত জমাট বাধার ঠেকা এবং আপনার রক্ত পাতলা রাখতে সহায়তা করে।
৩। ব্যায়াম করাঃ আপনি যদি রেগুলার ব্যায়াম করেন তাহলে এটি আপনার হার্টের জন্য
খুবই উপকারী হতে পারে। বিশেষ করে যোগ ব্যায়াম আর হার্টের জন্য খুব উপকারী।
৪। খাবার পরিবর্তনঃ আপনি আপনার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারেন যেমন আপনি
ভাজাপোড়া খাওয়া থেকে দূরে থাকুন এবং শাকসবজি বেশি পরিমাণে খান এবং ওমেগা থ্রি
ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার খেতে পারেন।
আমি আপনাকে জানাচ্ছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
এতক্ষণ আমি আপনাকে জানালাম হার্টের ব্লক দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত। এর
পরবর্তী অংশে আমি আপনাকে জানানোর চেষ্টা করব হার্টের ব্লক দূর করার ব্যায়াম
সম্পর্কে বিস্তারিত।
হার্টের ব্লক দূর করার ব্যায়াম
হার্টের ব্লক মানবদেহের খুবই মারাত্মক একটি রোগ। অনেকেই হয়তো জানে না ব্যায়ামের
মাধ্যমে কিছুটা হলেও ব্লগ দূর করা যেতে পারে। চলুন আমি আপনাকে জানাই হার্টের ব্লক
দূর করার ব্যায়াম সম্পর্কে বিস্তারিত।
১। যোগব্যায়ামঃ আপনি যদি হার্টের ব্লক দূর করার জন্য ব্যায়াম খুজছেন তাহলে
যোগব্যায়াম আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। কারণ চোখ ব্যায়াম আপনার মানসিক
চাপ কমাতে সহায়তা করতে পারে এবং ধমনীকে আরাম দিতে পারে। যোগব্যায়াম আপনার হার্ট
রেট স্বাভাবিক রাখতে ও সহায়তা করতে পারে।
২। হাটাঃ আপনি যদি আপনার হার্টের ব্লকের জন্য খুবই সহজ একটি ব্যায়াম করছেন তাহলে
হাটা হচ্ছে খুব সহজ এবং নিরাপদ একটি ব্যায়াম।
আর আপনি যদি নিয়মিত ধীর গতিতে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটেন তাহলে এটি আপনার রক্তচাপ
নিয়ন্ত্রণে রাখে এবং আপনার শরীরের কোলেস্টেরল ও নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে
পারে এবং আপনার শরীরের রক্ত চলাচলও বৃদ্ধি করতে পারে।
৩। হালকা স্ট্রেচিংঃ আপনি যদি রেগুলার ধীর ও সুষম গতির মুভমেন্ট দেন তাহলে এ এটি
আপনার হৃদপিন্ডের ধৈর্য বৃদ্ধি করতে পারে এবং আপনার শরীরের ভারসাম্য রক্ষা করতে
পারে।
আমি আপনাকে জানাচ্ছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
এতক্ষণ আমি আপনাকে জানিয়েছি হার্টের ব্লক দূর করার ব্যায়াম সম্পর্কে। পরের অংশে
আমি আপনাকে জানাবো হার্ট দুর্বল হলে কি খাওয়া উচিত এই সম্পর্কে।
হার্ট দুর্বল হলে কি খাওয়া উচিত
আপনি যদি বুঝতে পারেন হাট আপনার দুর্বল তাহলে আপনার খাদ্য অভ্যাসের কিছুটা
পরিবর্তন নিয়ে আসা জরুরী। চলুন আমি আপনাকে জানাই আর দুর্বল হলে কি খাওয়া উচিত এ
সম্পর্কে বিস্তারিত।
১। শাকসবজি ও আঁশযুক্ত খাবারঃ আজ যুক্ত খাবার যেমন লাউ কুমড়ো পালং শাক গাজর থেকে
রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম চা আপনার হার্টকে আরাম দিতে
সহায়তা করতে পারে।
২। ফাইবার ও পূর্ণ শস্যঃ আপনার হাত যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনার উচিত ফাইবার
যুক্ত খাবার খাওয়া যেমন বার্লি, কুইনোয়া,ব্রাউন রাইস, এগুলো আপনার শরীরে
রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার রক্তের কোলেস্টেরল কমাতেও সহায়তা করতে
পারে।
আরো পড়ুনঃ
ব্রেন ঠান্ডা রাখার ইসলামিক উপায়
৩। ফলমূলঃ আপনার দুর্বল হার্টের জন্য ফলমূল যেমন আপেল,কমলা,
বেদনা,পেঁপে,কলা,আমলকি ইত্যাদি খান এগুলোতে থাকা ফাইবার এবং এন্টিঅক্সিডেন্ট
আপনার হার্ট সুস্থ রাখতে সহায়তা করতে পারে।
আমি আপনাকে জানাচ্ছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের রোগীর খাবার
তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার ব্যায়াম,হার্ট দুর্বল
হলে কি খাওয়া উচিত সম্পর্কে বিস্তারিত ।
৪। কম লবণযুক্ত খাবারঃ আপনি সব সময় চেষ্টা করুন ফরম লবণযুক্ত খাবার খাওয়ার তো
লবণযুক্ত খাবার যেমন চিপস প্যাকেট জট খাবার আচার এগুলো পরিহার করুন। এতক্ষণ আমি
আপনাকে জানালাম হার্ট দুর্বল হলে কি খাওয়া উচিত এই সম্পর্কে বিস্তারিত।
শেষ কথা
এ আর্টিকেলটিতে আমি আপনাকে যা যা জানিয়েছি হার্টের জন্য ক্ষতিকর খাবার,হার্টের
রোগীর খাবার তালিকা,হার্টের ব্লক দূর করার উপায়,হার্টের ব্লক দূর করার
ব্যায়াম,হার্ট দুর্বল হলে কি খাওয়া উচিত এই সম্পর্কে বিস্তারিত।
আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনি
আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন এবং এইরকম তথ্যসম্বলিত ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url