ইউরোম্যাক্স কিসের ঔষধ,খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম জানুন
পুরুষদের প্রোস্টেট সংক্রান্ত সমস্যা আজকাল বেশ সাধারণ। ইউরোম্যাক্স ওষুধটি এই
সমস্যার প্রভাবশালী সমাধান হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রস্রাবের অসুবিধা দূর করে
জীবনের গুণগত মান উন্নত করতে সাহায্য করে। এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে
আপনি আপনার মনের ভিতরে এই ওষুধ নিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
এছাড়াও ইউরোম্যাক্স কিসের ঔষধ,ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম ,ইউরোম্যাক্স এর
পার্শ্বপ্রতিক্রিয়া ও ইউরোম্যাক্স এর দাম কত?
ভুমিকা
আজকাল আধুনিক জীবনযাত্রার কারণে মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি
পাচ্ছে, যার মধ্যে মূত্রনালীর সংক্রমণ, কিডনি পাথর এবং মূত্রাশয়ের অন্যান্য
সমস্যা অন্যতম। এই সমস্যাগুলো থেকে বাঁচতে একটি ওষুধ রয়েছে সে ওষুধটির নাম হচ্ছে
ইউরোম্যাক্স।
চলুন এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইউরোম্যাক্স কিসের ঔষধ,
ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম, ইউরোম্যাক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া,ইউরোম্যাক্স এর
দাম কত।
ইউরোম্যাক্স কিসের ঔষধ
আপনি যদি জানতে চান ইউরোম্যাক্স কিসের ওষুধ তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করে
এসেছেন। ইউরও ম্যাক্স এমন একটি ওষুধ যা কিডনি ও মূত্রথলির সমস্যা থেকে বাঁচতে
আমাদের সাহায্য করে। এটি সাধারণত মূত্র স্বয়ের ব্যাথা অথবা মূত্রনালীর ব্যথা
কমাতে সাহায্য করে।
আরো পড়ুনঃউটের মাংসের উপকারিতা
এটি ইউটিআই (Urinary Tract Infection) থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে এবং
মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে
তাহলে এটি দেওয়া হয় কারণ এই ওষুধটি কিডনির পাথর অপসারণ করতে সাহায্য করে।
এই ওষুধটি অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপকারিতা হলো শরীর থেকে
বিষাক্ত পদার্থ পদার্থ বের করতে সাহায্য করে এই ইউরোমাক্স ওষুধটি। এতক্ষণ আমি
আপনাকে জানাচ্ছিলাম ইউরোম্যাক্স কিসের ঔষধ, এখন আমি আপনাকে জানাবো ইউরোম্যাক্স
খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম
ইউরোম্যাক্স ওষুধটি খাওয়ার নিয়ম স্বাধীনতা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা
প্যাকেটে দেওয়া নির্দেশ পরামর্শ অনুযায়ী খেতে হবে। সাধারণত দিনে এক টি বা দুই
টি ইউরোম্যাক্স খেতে পারবেন।
এই ওষুধ সাধারণত খাবারের পরে ভরা পেটে খেতে হয় এবং এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই
একটি গাছের ওষুধ খেয়ে নিতে হবে এবং যদি গ্যাসের ওষুধ না খাওয়া হয় তাহলে অবশ্যই
পরবর্তীতে অ্যান্টাসিড টাইপের কোন কিছু খেতে হবে।
না হলে এটি অনেক পরিমাণে গ্যাস সৃষ্টি করবে যা শরীরের জন্য ক্ষতিকর। এবং
পরবর্তীতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম
ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম চলুন পরবর্তীতে আমি আপনাকে জানাই ইউরোম্যাক্স এর
পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।
ইউরোম্যাক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটা ওষুধেরই যেমন উপকারিতা রয়েছে তার সাথে প্রতিটা ওষুধের কিছু না কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। চলুন এখন আমি আপনাকে ইউরোম্যাক্স এর পার্শ্ব
প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাই।
আরো পড়ুনঃআনসার জিডিপি কাজ কি ?
ইউরোমেক্স খাওয়ার পরে অনেক রোগীর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা হয় দিয়েছে, কারো
কারো ক্ষেত্রে মূত্র ত্যাগের সমস্যা দেখা দিয়েছে, অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব
দেখা দেয় এবং মল ত্যাগের সমস্যা দেখা দিতে পারে।
ইউরোম্যাক্সে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানগুলির প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি
হতে পারে। এর মধ্যে চুলকানি, চর্মরোগ বা র্যাশ র্যাশ হতে পারে। অতিরিক্ত মল ও
মূত্র ত্যাগের কারণে অনেকের সমস্যা দেখা দিতে পারে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া
দেখা দেয় তবে ইউরোম্যাক্স ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সতর্কতাঃ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
চলুন এখন আমি আপনাকে ওরা মেসেজের দাম কত সে সম্পর্কে জানাই-
ইউরোম্যাক্স এর দাম কত
ইউরোম্যাক্স ওষুধটি ট্যাম সুলো সিন হাইড্রো ক্লোরাইড গ্রুপের একটি ওসুধ। এটি
ইউনিমেড ইউনিহেলথ ফার্মা সিউটিক্যালস লিমিটেড এর ওসুধ।
ইউরোম্যাক্স ০.৪ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ১২ টাকা ০০ পয়সা অর্থাৎ
প্রতি পাতায় ৫ টা করে থাকে পাতার দাম ৬০ টাকা করে। এই ওসুধ টি খাওয়ার সময় অবশ্যই
রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।
শেষ কথা
এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি ইউরোম্যাক্স কিসের
ঔষধ,ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম,ইউরোম্যাক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া,ইউরোম্যাক্স
এর দাম কত এই সকল তথ্য সম্পর্কে বিস্তারিত আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত
হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।
আরো পড়ুনঃ
শীতে কোন মাছ চাষে উপকারিতা বেশি
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url