ক্লোফেনাক এর কাজ কি, খাওয়ার নিয়ম ও ক্লোফেনাক জেল সম্পর্কে জানুন

অসুস্থতার সময় আমরা সকলে অসহায় হয়ে পড়ি এর ফলে ওসুধ কিছু টা হলেও আমাদের সহায়তা করে । এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে এই ওষুধ নিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 
ক্লোফেনাক ৫০ এর কাজ কি

এছাড়াও জানুন ক্লোফেনাক ৫০ এর কাজ কি,ক্লোফেনাক খাওয়ার নিয়ম ও ক্লোফেনাক জেল এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত ।

ভুমিকা

ব্যথা আমাদের সকলের জন্য একটি কষ্টদায়ক অনুভূতি। আমরা কেউ চাইনা যে আমরা ব্যথা পেয়ে যাই। তারপরে অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল করে লেগে যায় এবং সেখানে আমরা ব্যথা পাই। এর জন্যই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে একটি ওষুধ ওষুধের নাম ক্লোফেনাক।

চলুন এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো, ক্লোফেনাক ৫০ এর কাজ কি , ক্লোফেনাক খাওয়ার নিয়ম,ক্লোফেনাক জেল এর কাজ কি এ সম্পর্কে বিস্তারিত তথ্য।

ক্লোফেনাক ৫০ এর কাজ কি

আপনি যদি ক্লোফেনাক ৫০ এর কাজ কি জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করে এই আর্টিকেলটিতে এসেছেন। ক্লোফেনাক সাধারণত ক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি অনেক কারণে খাওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ;

বাত ব্যাথায়ঃ কশেরুকায়ব্যথা হাঁটুর গিটে ব্যথা গায়ে ব্যথা, পড়ে গিয়ে ব্যাথা, হাড়ের ব্যাথা ইত্যাদি
দাত ব্যাথাঃ দাঁত ফুলে যাওয়া অথবা অস্ত্র পাচারের পরে দাঁতের প্রদাহ অথবা দাঁত ব্যথা হওয়া ইত্যাদি।

নাক কান গলাঃ নাক কান গলা এর যেকোনো ধরনের ব্যথা বা প্রদাহ হলে ক্লোফেনাক ওসবটি গ্রহণ করা যায়।
অস্ত্রোপাচার বা আঘাতজনিতঃ কালশিটে পড়ে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা পাওয়া, খেলতে গিয়ে ব্যথা পাওয়া, অস্ত্র পাচার জনিত কোন ব্যথা ইত্যাদি।

অন্যান্যঃ নারীদের জরায়ুতে ব্যথা, ঋতুস্রাবের ব্যথা, স্তনে ব্যথা, মূত্রনালীতে ব্যথা ইত্যাদি কারণে ক্লোফেনাক ওষুধটি খাওয়া যায়। এতক্ষণ আমি আপনাকে ক্লোফেনাক ৫০ এর কাজ কি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম চলুন এখন আমি আপনাকে জানাবো ক্লোফেনাক খাওয়ার নিয়ম।

ক্লোফেনাক খাওয়ার নিয়ম

ক্লোফেনাক ঔষধটি আমরা উপরে জানলাম ব্যাথা নাশক ওষুধ হিসেবে সাধারণত ব্যবহার হয় ওষুধের খাওয়ার কিছু নিয়ম রয়েছে চলুন তা আমরা এখন জানি।

প্রাপ্ত বয়স্কদের জন্যেঃ ক্লোফেনাক ওষধ টি একজন ব্যক্তি দৈনিক তিনবার খেতে পারবেন সর্বোচ্চ। তবে দিনে দুইবার খাওয়াই উত্তম।

ক্লোফেনাকের দামঃ বাংলাদেশের সাধারণত ক্লোফেনাক দুই থেকে তিন ধরনের পাওয়া যায়। এছাড়া উপেনাস সাপোজিটর ক্লোফেনাল জেল ইত্যাদি পাওয়া যায়।

ক্লোফেনাক ৫০ মি.গ্রা. এর দামঃ ক্লোফেনাক ৫০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ২ টাকা ০০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ২০ টাকা করে।

ক্লোফেনাক ১০০ মি.গ্রা. এর দামঃ ক্লোফেনাক ১০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ৫ টাকা ০০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ৫০ টাকা করে।
ক্লোফানাকের প্বার্শ প্রতিক্রিয়াঃ প্রতিটা ওষুধের ন্যায় ক্লোফেনাক ও সত্যি প্রতিক্রিয়া রয়েছে চলুন এখন কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমি আপনাকে জানাই ; এই ওষুধটিতে সাধারণত খুব একটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তার পরেও খাওয়ার প্রাথমিক দিকে রোগীর বমি বমি ভাব মাথা ব্যথা মাথায় ঝিম ধরে থাকা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

কখনো কখনো চামড়া লাল হয়ে যেতে পারে এবং চামড়ায় ফুসকুড়ি উঠতে পারে।
সতর্কবার্তাঃ যদি চামড়ায় ফুসকুড়ি ওঠে তাহলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধের ডোজ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে।

ক্লোফেনাক জেল এর কাজ কি

এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ক্লোফেনাক খাওয়ার নিয়ম চলুন এখন আমি আপনাকে জানাবো ক্লোফেনাক জেল এর কাজ কি। ক্লোফেনার জেলটি শরীরের বাহ্যিক ব্যবহারের জন্য সাধারণত ব্যবহার হয়ে থাকে।

শরীরের কোন জায়গায় পড়ে গিয়ে আঘাত পাইলে অথবা কোন জায়গায় যদি ব্যথা অনুভূত হয় তাহলে সেই জায়গায় ক্লোফেনাক এক জেল টি লাগানো হয়। যে জায়গায় ব্যথা অনুভূত হয় সেই জায়গার চারিপাশ দৈনিক দুই থেকে চারবার দুই থেকে তিন গ্রাম ক্লোফেনাক লাগাতে হবে। ক্লোফেনাক ২০ গ্রাম টিউবের দাম ৪০ টাকা।

শেষ কথা

এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি;ক্লোফেনাক ৫০ এর কাজ কি,ক্লোফেনাক খাওয়ার নিয়ম,ক্লোফেনাক জেল এর কাজ কি সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url