Flugal 150 ট্যাবলেট এর কাজ, খাওয়ার নিয়ম,পার্শ্বপ্রতিক্রিয়া ,দাম জেনে নিন
শরীরের বিভিন্ন ছত্রাক জনিত সংক্রমণ অনেক সময় অস্বস্তিকর ও দীর্ঘমেয়াদী হয়ে উঠতে পারে, যা দ্রুত চিকিৎসা না করা হলে জটিলতাও তৈরি করতে পারে। এমন সংক্রমণের চিকিৎসায় ফ্লুগাল একটি বহুল ব্যবহৃত ও কার্যকর এন্টিফাঙ্গাল ওষুধ। এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
এছাড়াও ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ,ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম ও ফ্লুগাল ১৫০ দাম কত বিস্তারিত জানুন।
এছাড়াও ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ,ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম ও ফ্লুগাল ১৫০ দাম কত বিস্তারিত জানুন।
ভুমিকা
ফ্লুগাল ছত্রাকজনিত যে কোনো সংক্রমণের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
এবং রোগীর স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে৷ এই আর্টিকেল টি তে আমি আপনাদের
জানানোর চেষ্টা করবো ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ, ফ্লুগাল ১৫০ ট্যাবলেট
খাওয়ার নিয়ম, ফ্লুগাল ১৫০ দাম কত এই সকল তথ্য সম্পর্কে বিস্তারিত।
ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ
আপনি যদি ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ সম্পর্কে জানিতে এই আর্টিকেল টি ক্লিক
করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। এখন আমি আপনাকে ফ্লুগাল ১৫০
ট্যাবলেট এর কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো।
আরো পড়ুনঃ
পান্তা ভাতের উপকারিতা
সাধারণত ফ্লুকোনাজল (Fluconazole) নামের একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ। এটি
ছত্রাক জনিত সংক্রমণ (fungal infections) প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়ে
থাকে।
ছত্রাক জনিত সংক্রমণের সাধারনত ত্বক, নখ, মুখ গহব্বর, গলা এবং যোনির
সংক্রমণে হয়ে ব্যাবহার হয়ে থাকে৷ এছাড়াও এলার্জি জনিত ছত্রাক বা দাউদ,
স্ক্যাবিস এছাড়াও বিভিন্ন ধরণের চুলকানী রোগের জীবানূ ভিতর থেকে মেরে ফেলার
জন্যে এই এই অসুধ টি ব্যাবহৃত হয়। এটি অভ্যন্তরীণ অঙ্গগুলোর যেমন মস্তিষ্ক বা
ফুসফুস এর গভীর ছত্রাক সংক্রমণ সারাতে ব্যবহৃত হয়।
ফ্লুগাল ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া
এই অসুধ টি সাধারণত খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে প্রতিটা
ওষুধ এর নেই এটার সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আমি পার্শ্ব
প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হল পেট ব্যথা,ডায়রিয়া, বমি বমি ভাব, বমি
এছাড়াও তাকে কিছু দাঁগ দেখা দিতে পারে।
আরো পড়ুনঃ
শীতে কোন মাছ চাষে উপকারিতা বেশি
সতর্কতাঃ গর্ভাবস্থায় বা বাচ্চা কে দুগ্ধ পান করানোর সময় এই ফ্লুগাল ওষুধ
থেকে বিরত থাকা উচিত। এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর
কাজ সম্পর্কে চলুন একটু পরেই আমি আপনাকে জানাবো ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার
নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
ফ্লুগাল ওসুধ টি খাওয়ার কিছু নিয়ম রয়েছে চলুন আমি আপনাকে সেই নিয়ম
সম্পর্কে এখন জানাই।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের যোনি পথে সমস্যা দেখা দেয় তাদের জন্য এই
ফ্লুগাল ওষুধটি দৈনিক ১৫০ মি. গ্রা। ফ্লুগাল ওসুধ টি সাধারণত যেকোনো সময়
খাওয়া যেতে পারে।
তবে এটি রাতে খাবারের পরে খাওয়ার সব থেকে বেশি উত্তম। রাতে
খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা দেয়। সতর্কতাঃ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্লুগাল ওসুধ টি
গ্রহণ করা উচিত।
এতক্ষণ আমি আপনাকে জানাচ্ছিলাম ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম চলুন এখন
আমি আপনাকে জানাই ফ্লুগাল ১৫০ দাম কত।
ফ্লুগাল ১৫০ দাম কত
ফ্লুগাল বাংলাদেশের স্কয়ার ফার্মা সিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওসুধ।
এই ওষুধটি বাংলাদেশে তিনটি ভেরিয়েন্টের ক্যাপসুল হিসেবে পাওয়া যায়। চলুন
সেগুলোর দাম সম্পর্কে আমি এখন আপনাকে জানাই।
ফ্লুগাল ৫০ মি. গ্রা. ক্যাপসুলঃ ফ্লুগাল ৫০ মি.গ্রা. ক্যাপসুল এর দাম প্রতি
পিচ ৮ টাকা ০৭ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ৮৮.৭০ টাকা
করে।
আরো পড়ুনঃ
হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
ফ্লুগাল ১৫০ মি. গ্রা. ক্যাপসুলঃ ফ্লুগাল ১৫০ মি.গ্রা. ক্যাপসুল এর দাম প্রতি
পিচ ২২ টাকা ১৪ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ২২১.৪০ টাকা
করে।
ফ্লুগাল ২০০ মি. গ্রা. ক্যাপসুলঃ ফ্লুগাল ২০০ মি.গ্রা. ক্যাপসুল এর দাম প্রতি
পিচ ২৫ টাকা ১৭ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ৬ টা করে থাকে পাতার দাম ১৫১.০২ টাকা
করে।
শেষ কথা
এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর
কাজ, ফ্লুগাল ১৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, ফ্লুগাল ১৫০ দাম কত এই সম্পর্কে
বিস্তারিত। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ
মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url