ডেসলর কিসের ওষুধ ,উপকারিতা,খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে জানুন
স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে ডেসলর
ট্যাবলেট একটি পরিচিত নাম, যা বিভিন্ন ধরণের অ্যালার্জি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা
কমাতে ব্যবহৃত হয়। এটি প্রধানত অ্যান্টিহিস্টামিন ওষুধ হিসেবে কাজ করে শরীরের
অ্যালার্জিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগীর আরাম বাড়ায় । এই
আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে এই ওষুধ নিয়ে থাকা সকল
প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
এছাড়াও জানাবো ডেসলর ট্যাবলেট কি কাজ করে,ডেসলর এর উপকারিতা,ডেসলর ট্যাবলেট
খাওয়ার নিয়ম ও ডেসলর ট্যাবলেট এর দাম কত এ সম্পর্কে বিস্তারিত ।
ভুমিকা
ডেসলর (Deslor) একটি বহুল ব্যবহৃত ওষুধ, যা সাধারণত এলার্জি এবং বিভিন্ন
শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।এই আর্টিকেল টি তে আমি আপনাকে
জানানোর চেষ্টা করবো ডেসলর ট্যাবলেট কি কাজ করে,ডেসলর এর উপকারিতা,ডেসলর
ট্যাবলেট
খাওয়ার নিয়ম,ডেসলর ট্যাবলেট এর দাম কত এই সকল তথ্য সম্পর্কে বিস্তারিত।
ডেসলর ট্যাবলেট কি কাজ করে
আপনি যদি জানতে চান ডেসলর ট্যাবলেট কি কাজ করে তাহলে আপনি সঠিক যায়গায় ক্লিক
করেছেন।ডেসলর ট্যাবলেট টি সাধারনত সিজিনাল এলার্জির অসুধ হিসাবে ব্যাবহৃত হয়।
সাধারনট এলার্জি প্রতিরোধক হিসাবে কাজ করে এটা।
ত্বকের সমস্যা কমানোঃ ত্বকের যদি র্যাশ র্যাশ দাগ দেখা দেয় অথবা
এলার্জির কারণে যদি ত্বকে ক্ষত এর মত দেখা দেয় তাহলে এই ওসুধ সেবন করা যায়।
এলার্জি প্রতিরোধঃ ডেলর ট্যাবলেট এলার্জি সংক্রান্ত উপসর্গ যেমন নাক
দিয়ে পানি পড়া, চুলকানি, হাঁচি হওয়া এবং চোখ লাল হওয়া প্রতিরোধ করতে সাহায্য
করে।
আর পড়ুনঃ
Alatrol 10 কিসের ওষুধ ?
শ্বাসযন্ত্রের আরামঃ ধুলা-বালি, কোন প্রকার ধোঁয়া, ফুলের রেণু অথবা পোষা
প্রাণীর লোমের কারণে সৃষ্ট এলার্জি সংস্পর্শের কারণে শ্বাসকষ্ট বা সাইনাস
সমস্যায় ডেসলর ওসুধ টি কাজে দেয়।
অ্যাকশন দীর্ঘস্থায়ীঃ অনেক দিন যাবৎ
যদি কোন সমস্যা দেখা
দেয় অর্থাৎ এলার্জি জাতীয় সমস্যা যদি দেখা দেয় অনেকদিন যাবৎ হয়ে থাকে তাহলে এই
ডেসলর ওসুধ সেবন করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
১. মাথা ব্যাথা
২. বমি বমি ভাব
৩. অবসন্নতা
৪. গলবিলের প্রদাহ
৫. বদ হজম
৬. মাংস পেশিতে ব্যাথা দেখা দিতে পারে।
ডেসলর এর উপকারিতা
এতক্ষন আমি আপনাকে ডেসলর ট্যাবলেট ডেসলর ট্যাবলেট কি কাজ করে সে সম্পর্কে
বিস্তারিত জানাচ্ছিলাম এখন আমি আপনাকে জানাবো ডেসলর এর উপকারিতা।
ঋতু পরিবর্তনের সময় উপকারীঃ এই ওষুধটি সাধারণত যারা ঋতু পরিবর্তনের সময়
এলার্জিতে ভুগেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ঘুম আনার প্রবণতা নেইঃ সাধারণত অন্য সব এলার্জি নিক ওষুধগুলোতে দেখা যায়
ঘুমানোর প্রবণতা রয়েছে কিন্তু এই ওষুধটিতে ঘুমানোর প্রবণতা নাই এর জন্য
স্বাভাবিক নিয়মে সকল কাজকর্ম করা যায়।
এলার্জি নিয়ন্ত্রণে সহায়কঃ যারা অধিক সময় ধরে এলার্জিতে ভুগছেন তাদের জন্য এই
ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং এলার্জি নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে।
আরো পড়ুনঃ
বেক্লো ১০ কিসের ওষুধ ?
চর্মরোগে কার্যকরঃ অনেকেরই তো পরিবর্তনের সময় চর্মরোগ দেখা দিতে পারে
এবং এলার্জির কারণে শরীরের কিছু অংশ ক্ষতি হতে দেখা যেতে পারে সেই ক্ষতর বিরুদ্ধে
ডেসলর ওষুধটি ভালো কাজ করে।
বাচ্চাদের জন্য নিরাপদ ডোজঃ ডেসলর ওসুধ টি সাধারণত বাংলাদেশে দুই ধরনের
পাওয়া যায় একটি সিরাপ এবং একটি ট্যাবলেট। সিরাপটি বাচ্চাদের জন্য নিরাপদ ডোজ
হিসেবে ব্যবহার হয়।
এতক্ষণ আমি আপনাকে ডেসলর এর উপকারিতা সম্পর্কে জানাচ্ছিলাম চলুন এখন আমি আপনাকে
জানাই ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম
উপরের টপিকটিতে আমি আপনাকে জানিয়েছি বাংলাদেশের দুই ধরনের ডেসলর পাওয়া যায় একটি
থাকে সিরাপ যা বাচ্চাদের জন্য এবং আরেকটি ট্যাবলেট।
সেবন মাত্রাঃ
সিরাপ;
- ৬-১১ মাস বয়সের শিশুদের জন্যে দিনে ২ মি.লি.
- ১-৫ বছর বয়সের শিশুদের জন্যে দিনে ২.৫ মি. লি
- ৫-১১ বছর বয়সের শিশুদের জন্যে দিনে ৫ মি.লি
ট্যাবলেটঃ ১২ বছর থেকে উর্ধে সকলের জন্যে দৈনিক রাতে খাওয়ার পর ভরা পেটে
একটি করে ডেসলর ট্যাবলেট।
আরো পড়ুনঃ
জাইরিল কিসের ওসুধ ?
সতর্কতাঃ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ
করবেন। এতক্ষন আমি আপনাকে ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত
জানাচ্ছিলাম চলুন এখন আমি আপনাকে জানাই ডেসলর ট্যাবলেট এর দাম কত?
ডেসলর ট্যাবলেট এর দাম কত
ডেসলর বাংলাদেশের অরিয়ন ফার্মা লিমিটেডের ওসুধ।ডেসলর ট্যাবলেট এর দাম প্রতি পিচ ৫
টাকা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ৫০ টাকা করে। এবং সিরাপের দাম
৩০ টাকা।
শেষ কথা
এই আর্টিকেল টি তে আমি আপনাকে জানানক্র চেষ্টা করেছি ডেসলর ট্যাবলেট কি কাজ
করে,ডেসলর এর উপকারিতা,ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম,ডেসলর ট্যাবলেট এর দাম কত এই
সকল তথ্য সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনি এই আর্টিকেল টি পড়ে উপকৃত হয়েছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url