রসুভা কিসের ঔষধ খাওয়ার নিয়ম ও দাম কত বিস্তারিত জেনে নিন
উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি কমাতে রসুভা (Rosuva) অত্যন্ত কার্যকর ওষুধ । আপনি যদি উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি ভুগেন তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যে । এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
ভুমিকা
রসুভা ১০ মি.গ্রা. একটি সাধারণত ব্যবহৃত ওষুধ, যার সক্রিয় উপাদান
রোসুভাস্ট্যাটিন। বাংলাদেশে অনেক মানুষের রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বেড়ে
যাচ্ছে। তার প্রতিকার হিসাবে এই ওসুধ টি ব্যাবহার করা হয়।এই আর্টিকেল টি তে আমি
আপনাদের জানানোর চেষ্টা করবো রসুভা কিসের ঔষধ, রসুভা ১০ খাওয়ার নিয়ম,রসুভা ১০
এর দাম কত সেই সম্পর্কে বিস্তারিত।
রসুভা কিসের ঔষধ
আপনি যদি জানতে চান রসুভা কিসের ঔষধ তাহলে আপনি সঠিক যায়গায় ক্লিক করেছেন। রসুভা ১০ মি.গ্রা. ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো রোভাস্ট্যাটিন, যা স্ট্যানিস
শ্রেণির একটা গুরুত্বপূর্ণ ওসুধ।
এটি সাধারণত এটি রক্তে খারাপ কোলেস্টেরল এর
পরিমাণ কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি করে৷ রক্তে LDL
কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানো এই ওসুধ টির মুল কাজ এর সাথে HDL
কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করা। যা আমাদের শরিরের হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি কমাতে
সাহায্য করে।
আরো পড়ুনঃপ্রেমিকার মন জয় করবেন কিভাবে ?
এতক্ষণ আমি আপনাদের জানাচ্ছিলাম রসুভা কিসের ঔষধ এখন পরবর্তী ট্রপিকে আমি আপনাকে
রসুভা ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
রসুভা ১০ খাওয়ার নিয়ম
চলুন আর্টিকেলের এই অংশে আমি আপনাকে রসুভা ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাই-
ডাক্তার আপনার বয়স, রক্তের কোলেস্টেরল লেভেল, এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর
ভিত্তি করে ডোজ নির্ধারণ করবেন ।
রসুভা ওসুধ টি এর সেবন মাত্রা ৭ থেকে ১৭ বছরের রোগীদের জন্যে দৈনিক মাত্রা ২০
মি.গ্রা.। রসুভা ওসুধ টি এর সেবন মাত্রা ৮ থেকে ১৭ ১০ বছরের কম রোগীদের জন্যে দৈনিক মাত্রা
৫ মি.গ্রা.
আরো পড়ুনঃকালো থেকে ফর্সা হওয়ার উপায়
প্রাপ্ত বয়স্কদের জন্যে প্রতিদিন ২০ মি.গ্রা করে ওসুধ খাওয়া যেতে পারে। এটি যে
কোনো সময় সেবন করা যায়, তবে প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো। খাওয়ার আগে বা পরে
গ্রহণ করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন করুন। নিজে থেকে ডোজ
কমানো বা বাড়ানো উচিত নয়।
সতর্কতাঃ
গর্ভবতী বা স্তন্য দানকারী (যারা বাচ্চাদের দুধ খাওয়ান) এই মহিলাদের জন্য এই
ওষুধটি খাওয়া উচিত নয়।লিভার বা কিডনির সমস্যায় আক্রান্ত যে সকল রোগী তাদের
ক্ষেত্রে এই ওসুধ টি খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
মাথা ব্যাথা দেখা দেয়,মায়েলজিয়া হতে পারে,পেটে ব্যাথা,বমি বমি ভাব,কোষ্ঠকাঠিন্য ,এসথেনিয়া ইত্যাদি দেখা দিতে পারে। যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলি দীর্ঘস্থায়ী হয় বা তীব্র আকার ধারণ করে, তাহলে
অভবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ।
এতক্ষন আমি আপনাকে রসুভা ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাচ্ছিলাম আর্টিকেলের
পরবর্তী অংশ তে আমি আপনাকে জানাবো রসুভা ১০ এর দাম কত এই সম্পর্কে বিস্তারিত।
রসুভা ১০ এর দাম কত
বাংলাদেশের স্কয়ার ফার্মা সিউটিক্যালস পিএলসি কোম্পানির ওসুধ রসুভা। রসুভা ৫ মি.গ্রা এর দামঃ রসুভা ৫ মি.গ্রা এর মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ
১২ টাকা ০০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ১২০ টাকা করে।
রসুভা ১০ মি.গ্রা এর দামঃ রসুভা ১০ মি.গ্রা এর মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি
পিচ ২০ টাকা ০০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ২২০ টাকা করে।
রসুভা ২০ মি.গ্রা এর দামঃ রসুভা ২০ মি.গ্রা এর মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি
পিচ ৩২ টাকা ০০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে থাকে পাতার দাম ৩২০ টাকা করে।
আরো পড়ুনঃকিশমিশ খেলে কি হয় ?
শেষ কথা
এই আর্টিকেল টি তে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি রসুভা কিসের ঔষধ,রসুভা ১০
খাওয়ার নিয়ম,রসুভা ১০ এর দাম কত এই সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা
করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ
দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url