Alatrol 10 খাওয়ার নিয়ম, কি কাজ করে,পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম জানুন
মানসিক চাপ উদ্বেগ, অবসাদ বা ঘুমজনিত সমস্যা এই সব সমস্যাগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেকের কাছেই পরিচিত। এসব মানসিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মধ্যে এলাট্রল একটি বহুল ব্যবহৃত ও কার্যকর নাম। এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
এছাড়াও এলাট্রল ট্যাবলেট কি কাজ করে,এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম ও এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন ।
এছাড়াও এলাট্রল ট্যাবলেট কি কাজ করে,এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম ও এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন ।
ভুমিকা
বর্তমানে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে প্রায় সকলেরই এলার্জির জনিত সমস্যা দেখা
দিচ্ছে। চলুন আজকে এলার্জি প্রতিরোধ একটি ওষুধ নিয়ে কে জানাবো। এই আর্টিকেল টিতে
আমি এখন তো জানানোর চেষ্টা করব এলাট্রল ট্যাবলেট কি কাজ করে,এলাট্রল ট্যাবলেট
খাওয়ার নিয়ম,এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া ও এলাট্রল এর উপকারিতা
সম্পর্কে বিস্তারিত।
এলাট্রল ট্যাবলেট কি কাজ করে
আপনি যদি এলাট্রল ট্যাবলেট কি কাজ করে জানার জন্য এই আর্টিকেলটিতে এসে থাকেন
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন চলুন আমি আপনাকে এখন সে সম্পর্কে বিস্তারিত
জানাই।
এলাট্রল (Alatrol) ট্যাবলেট টি যার সক্রিয় উপাদান হলো সেটিরিজিন
ডাইহাইড্রোক্লোরাইড (Cetirizine Dihydrochloride) যা সাধারণত অ্যালার্জি নিরাময়ে
ব্যবহৃত হয়।
এটি এক ধরনের অ্যান্টি হিস্টামিন টাইপের ওষুধ যা শরীরকে হিস্টামিনের বিরুদ্ধে
অর্থাৎ চুলকানি বা এলার্জির বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে।
এই এলাট্রল ঔষধটি
যাদের অত্যাধিক পরিমাণে হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে এলার্জির কারণে, চোখ
দিয়ে অনেক পরিমাণে পানি পড়া অথবা চোখ চুলকানো এছাড়াও যে কোন ধুলাবালি জনিত
অথবা ফুলের রেনু বা ফুলের গন্ধে বা কোন গৃহপালিত পশুর লোমের কারণে কারো যদি
এলার্জি হয় সেক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যায়।
আরো পড়ুনঃইসলামের দৃষ্টিতে সপ্নের ব্যাখ্যা
এছাড়া যদি টকের ভাব দেখা দেয় অথবা তাকে অধিক পরিমাণে চুলকানি ওঠে তখন এই
ওষুধ টি গ্রহন করা যায়। এই ওইসব সাধারণত ২৪ ঘন্টায় কার্যকর থাকে শরীরের
ক্ষেত্রে। এর জন্য এই ওষুধটি খাওয়ার সময় বুঝে শুনে খেতে হবে।
এতক্ষণ আমি আপনাকে
জানাচ্ছিলাম এলাট্রল ট্যাবলেট কি কাজ করে চলুন এখন আমি আপনাকে জানাবো এলাট্রল
ট্যাবলেট খাওয়ার নিয়ম।
এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম
আপনি যদি জানতে চান এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম তাহলে আর্টিকেলের এই অংশটি
আপনার জন্য।এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম এর মধ্যে সর্বপ্রথম নিয়ম হলো আপনার রোগের ওপর
নির্ভর করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করা।
তাছাড়া সাধারণত ডক্টরেরা
যে পরামর্শ দিয়ে থাকেন তা হল একজন প্রাপ্তবয়স্ক রোগের জন্য এলাট্রল ওষুধটি
দৈনিক একটি করে খাওয়া উচিত।
যা সাধারণত রাতে ভরা পেটে খাওয়া উচিত কারণ এতে রাতে তো আমরা নিয়ে আসতে
পারে এবং এই ওষুধটি কার্যকারিতা ২৪ ঘন্টা থাকার কারণে আগের দিন যে সময় খাওয়া
হবে পরের দিন ঠিক সেই সময়ে বা সেই সময়ের পরবর্তীতে খাওয়া থেকে উত্তম।
আর ৬ থেকে ১২ বছর বয়সে শিশুদের জন্য এলাট্রল ট্যাবলেটটি অর্ধেক করে দৈনিক
রাতে খাওয়ার পরে ভরা পেটে একটি করে খাওয়াতে হবে।
এছাড়াও ছোট শিশুদের জন্য
এলাট্রল সিরাপ বাজারে পাওয়া যায়। এই শিরাপ ইউজ করতে হবে বাচ্চার বয়স দুই মাস
থেকে দুই বছর পর্যন্ত রোগীদের দৈনিক এক চামচ থেকে দুই চামচ এলাট্রল সিরাপ
খাওয়াতে হবে।
আরো পড়ুনঃপ্রেমিকার মন জয় করবেন কিভাবে ?
এতক্ষণ আমি আপনাকে এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানাচ্ছিলাম চলুন এখন
আমি আপনাকে এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাই।
এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণত অন্যান্য ওষুধের মত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা যায়
না। তবুও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রতিটা ওষুধ তৈরি হয়েছে চলুন
এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানায়।
এই ওষুধটি গ্রহণ করলে
যা খুব বেশি দেখা যায় তা হচ্ছে ঝিমুনি এর সাথেও আপনার মুখ শুকিয়ে যেতে পারে এবং
অধিক পরিমাণে ঘুম আসতে পারে।
আরো পড়ুনঃকালো থেকে ফর্সা হওয়ার উপায়
এলাট্রল এর দাম
এলাট্রল ওষুধটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর একটি ঔষধ। এলাট্রল ১০
মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিচ ৩ টাকা ১০ পয়সা অর্থাৎ প্রতি পাতায় ১০ টা করে
থাকে পাতার দাম ৩০.১০ টাকা করে।
শেষ কথা
এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানালাম এলাট্রল ট্যাবলেট কি কাজ করে,এলাট্রল
ট্যাবলেট খাওয়ার নিয়ম,এলাট্রল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে
বিস্তারিত তথ্য। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ
মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url