ফর্সা হওয়ার সেরা সাবান ও ব্রণ কমানোর কার্যকর সমাধান জেনে নিন
বাজারে অনেক ধরণের সাবান পাওয়া যায় এর ফলে আমরা অনেক সময় দ্বিধায় পড়ি মুখে কোন
সাবান ব্যাবহার করবো । কারণ সৌন্দর্যের মুল চালিকা হলো আমাদের মুখ । মুখ সুন্দর
হলেই গণমনে যায়গা পাওয়া যায় । এই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার মনের
ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।
এই আর্টিকেল টি তে এছাড়াও জানুন কোন সাবান মুখের জন্য ভালো,ফর্সা হওয়ার সাবানের
নাম,স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান,কোন সাবান শরীরের জন্য ভালো ও ব্রণের জন্য
কোন সাবান ভালো
ভূমিকা
সুস্থ, উজ্জ্বল ও দাগহীন ত্বক প্রত্যেক মানুষের কাম্য। আমাদের দৈনন্দিন
পরিচ্ছন্নতা ও রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সাবান। তবে সব সাবান সব
ত্বকের জন্য উপযুক্ত নয়। ত্বকের ধরণ, সমস্যা ও প্রয়োজন অনুযায়ী সঠিক সাবান বেছে
নেওয়া অত্যন্ত জরুরি।
চলুন এই আর্টিকেলটিতে আপনাদের জানানোর চেষ্টা করবো কোন সাবান মুখের জন্য
ভালো,ফর্সা হওয়ার সাবানের নাম,স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান,কোন সাবান শরীরের
জন্য ভালো ও ব্রণের জন্য কোন সাবান ভালো এই সম্পর্কে বিস্তারিত।
কোন সাবান মুখের জন্য ভালো
মুখের সৌন্দর্য নিয়ে চর্চা করাটা আমাদের বর্তমান সময়ের একটা দৈনন্দিন চাহিদা হয়ে
গেছে। মুখ ধোয়ার জন্য সাধারণ সাবান ব্যবহার না করাই ভালো। বাজারে কিছু বিশেষ
সাবান বা ফেসওয়াশ পাওয়া যায়, যেগুলো ত্বকের জন্য উপকারী।
আপনি যদি কোন সাবান মুখের জন্য ভালো এই সম্পর্কে জানতে এই আর্টিকেলটিতে প্রবেশ
করে থাকেন তাহলে আপনি এই আর্টিকেলটিতে প্রবেশ করে ভুল করেননি।কোন সাবান মুখের
জন্য জন্য ভালো তা জানতে প্রথমেই আপনাকে জানতে হবে আপনার ত্বক কি শুষ্ক তেলতেলে
মিশ্র নাকি সংবেদনশীল ধরনের ।
আপনার ত্বক যদি শুষ্ক (Dry) ধরনের হয়ে থাকে তবে জেনে নিন আপনার কোন সাবান মুখের
জন্য ভালো -
Cetaphil Gentle Skin Cleanser: এই সাবানটিতে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান
যা আপনার ত্বককে শুষ্ক থেকে কোমল করতে সাহায্য করবে।
Aveeno Daily Moisturizing Cleanser. এটি একটি হাইড্রেটিং ফেসওয়াশ। যা
আপনার শুষ্ক ত্বককে পরিষ্কার করার পাশাপাশি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে
সাহায্য করবে।
আরো পড়ুনঃ
কালো থেকে ফর্সা হওয়ার উপায়
Dove Beauty Bar. এ সাবানটি সাধারণ সাবানের চেয়ে আপনার ত্বককে অধিক কোমল
ও ময়েশ্চারাইজিং করতে সাহায্য করবে
Simple kind to Skin Moisturizing Facial Wash: এই সাবানটিতে ভিটামিন
ই ও গ্লিসারিন থাকায় সাবানটি আপনার শুষ্ক ত্বককে কোমল করতে সাহায্য করবে।
আপনার ত্বকের ধরন যদি তেলতেলে(Oily) হয় তবে আপনার কোন সাবান মুখের জন্য ভালো
Clean & Clear Foaming Face Wash: এই ফেসওয়াশটি আপনার ত্বকের অতিরিক্ত
তেল থনিয়ন্ত্রণ করবে শুষ্ক হওয়া থেকে রক্ষা করবে।
Neutrogena Oil-Free Acne Wash: এই ফেসওয়াশ টি তে রয়েছে দুই পার্সেন্ট
স্যালিসিলিক অ্যাসিড। যা আপনার ত্বককে তেলতেলে মুক্ত করতে সাহায্য করবে।
Cetaphil Oily Skin Cleanser: এই ফেসওয়াশটি আপনার ত্বকের অতিরিক্ত
তেল থেকে মুক্তি দেবে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখবে
Himalaya Purifying Neem Face Wash: এই ফেসওয়াস টি তে রয়েছে নিমের
এন্টি ব্যাকটেরিয়াল যা আপনার ত্বককে পরিষ্কার এবং তেলতেলে হওয়া থেকে রক্ষা করবে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম কোন সাবান মুখের জন্য ভালো এই সম্পর্কে। চলুন
আর্টিকেলের পরের অংশে আমি আপনাকে জানাই ফর্সা হওয়ার সাবানের নাম এই সম্পর্কে
বিস্তারিত।
ফর্সা হওয়ার সাবানের নাম
আজকের যুগে সৌন্দর্য চর্চা একটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে উজ্জল
ও পরিষ্কার ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা অনেকের মধ্যে লক্ষ্য করা যায়। এরই চাহিদা
পূরণের জন্য আমরা বিভিন্ন বিউটি স্পেশালিস্ট এর কাছে ফর্সা হওয়ার সাবানের নাম
জানতে পারি।
আপনি যদি ফর্সা হওয়ার সাবানের নাম জানার জন্য এই আর্টিকেলটিতে এসে থাকেন তবে
আপনি সঠিক জায়গায় এসেছেন।আপনার ত্বক ফর্সা করার জন্য আমি আপনাকে জানাব কিছু
জনপ্রিয় ফর্সা হওয়ার সাবানের নাম -
Glutathione Soap: এ সাবানটিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা
আপনার ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করতে সাহায্য করবে।
Kojic Acid Soap: সাবানটি মূলত ছত্রাক দিয়ে তৈরি এটি আপনার ত্বকের
মেলানিন উপাদান কমিয়ে ফর্সা করতে সাহায্য করবে।
Pond's White Beauty Soap: এই সাবানটিতে রয়েছে ভিটামিন বি-৩ যা
আপনার ত্বককে ফর্সা করতে সাহায্য করবে।
Sandalwood Soap: সাবানটিতে রয়েছে চন্দনের নির্যাস যা আপনার ত্বকে উজ্জল
ও ফর্সা করতে সাহায্য করবে
Pearl Beauty Soap: এই সাবানটি হারবাল উপাদান সমৃদ্ধ সাবান যা আপনার
ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সহায়তা করবে ।
আপনাকে কিছু বাংলাদেশি ও বিদেশি ব্র্যান্ডের ফর্সা হওয়ার সাবানের নাম সম্পর্কে
জানাই-
BSC Whitening Soap: এই সাবানটি থাইল্যান্ডের তৈরি এবং বাংলাদেশে খুব
জনপ্রিয়। আপনি ফর্সা হওয়ার জন্য এই সাবানটি ব্যবহার করতে পারেন।
Bioaqua Glutathione Soap: এই সবানটিতে রয়েছে শক্তিশালী এন্টিঅক্সিজেন যা
আপনার ত্বকের মেলানিন উপাদান কমিয়ে ফর্সা করতে সাহায্য করবে।
Lacto Calamine Soap: এ সাবানটিতে রয়েছে ক্যালামাইন ও জিংক অক্সিজেন যা
আপনার ত্বকের তেলতেলে ভাব কমিয়ে ফর্সা করতে সাহায্য করবে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম কোন সাবান মুখের জন্য ভালো এই সম্পর্কে। চলুন
আর্টিকেলের পরের অংশে আমি আপনাকে জানাই স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান এই
সম্পর্কে বিস্তারিত।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান
স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় । ত্বকের রং জেনেটিক বা
বংশগত বিষয়। তবে কিছু সাবান ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে সহায়তা করতে
পারে।
আপনি যদি স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটিতে
এসে থাকেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। প্রথমেই আপনাকে বাংলাদেশের কিছু জনপ্রিয়
স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান সম্পর্কে জানাই চলুন-
Glow & Lovely Soap: এই সাবানটি আগে fair and lovely নামে পরিচিত
ছিলো। এই সাবানটি ব্যবহারে আপনি স্থায়ীভাবে ফর্সা হতে পারেন।
Garnier Light Complete Soap: এই সাবানটিতে বিদ্যমান ভিটামিন-সি আপনার
ত্বকের কালো দাগ দুর করে ফর্সা করবে।
Sandalina Sandal Soap: এই সাবানটিতে বিদ্যমান চন্দনের গুণ আপনার
ত্বককে ভেতর পরিষ্কার করবে এবং ফর্সা করবে।
Kojic Acid Soap (যেমন Kojie San): – এই সাবানটি ফিলিপাইনের তৈরি এবং এটি
অনেক জনপ্রিয় একটি সাবান; আপনি আপনার ত্বক ফর্সা করার জন্য এটি ব্যবহার করতে
পারেন।
এতক্ষণ আমি আপনাকে জানালাম স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান এই সম্পর্কে। চলুন
আর্টিকেলের পরের অংশে আমি আপনাকে জানাই কোন সাবান শরীরের জন্য ভালো এই সম্পর্কে
বিস্তারিত।
কোন সাবান শরীরের জন্য ভালো
কোন সাবান শরীরের জন্য ভালো এ সম্পর্কে জানতে প্রথমেই আপনার ত্বকের ধরণ কেমন
(শুকনো, তৈলাক্ত, নরমাল, সংবেদনশীল) তা জানতে হবে। বিভিন্ন ধরনের ত্বকের জন্য
ভিন্ন ভিন্ন সাবান শরীরের জন্য ভালো হয়ে থাকে। আপনি যদি কোন সাবান শরীরের জন্য
ভালো এ সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটিতে এসে থাকেন তবে আপনি সঠিক জায়গায়
এসেছেন।
ত্বকের ধরণ অনুযায়ী শুষ্ক ত্বকের জন্য কোন সাবান শরীরের জন্য ভালো তা সম্পর্কে
জানাই চলুন
Dove Beauty Bar (Sensitive Skin বা Original): এটি একটি ময়েশ্চারাইজিং
ক্রিম সমৃদ্ধ সাবান, যা আপনার ত্বককে রাখবে কোমল।
Cetaphil Gentle Cleansing Bar : এই সাবানটিতে রয়েছে অতি কোমল ফর্মুলা যা
আপনার শুষ্ক ত্বককে কোমল করতে সাহায্য করবে।
Aveeno Moisturizing Bar: সাবানটিতে রয়েছে কলয়ডাল ওটমিল যা আপনার ত্বকের
চুলকানি ও শুষ্কতা কমাতে সাহায্য করবে।
Oilatum Soap: এই সাবানটি অনেক অভিজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন
শুষ্ক ত্বকের জন্য। আপনি আপনার শুষ্ক ত্বককে কোমল করতে এই সাবানটি ব্যবহার করতে
পারেন।
Nivea Creme Soft Soap: এই সাবানটি ময়েশ্চারাইজার যুক্ত যা আপনার
ত্বককে কোমল ও স্নিগ্ধ রাখবে
Himalaya Almond & Rose Soap: প্রাকৃতিক উপাদানে তৈরি এই সাবানটি
আপনার ত্বককে হাইড্রেট করবে।
এবার আপনাকে জানাবো আপনার ত্বকের ধরন যদি তেলতেলে হয় তবে কোন সাবান শরীরের জন্য
ভালো -
Himalaya Neem & Turmeric Soap: আপনার ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয়
তবে এই সাবানটি ব্যবহার করতে পারেন এই সাবানটি রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল যা
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
Medimix Ayurvedic Soap (Classic Green): এই সাবানটি 18টি ভেষজ উপাদানে
তৈরি যা তেলতেলে ত্বকের জন্য খুবই উপযোগী।
Pears Oil Clear Soap (Blue): এই সাবানটিতে রয়েছে গ্লিসারিন ও লেমন
ফ্লেভার যা আপনার ত্বক পরিষ্কার করবে এবং তেলতেলে ভাব কমাবে।
Lacto Calamine Daily Cleansing Soap: এই সাবানটি তৈলাক্ত ত্বকের জন্য
স্পেশাল ফর্মুলা রয়েছে যা আপনার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করবে ।
Clinique Acne Solutions Cleansing Bar (for face and body): তুলনামূলক
এটি একটি দামি সাবান, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি,তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য
দারুণ কার্যকরী।
Khadi Natural Lemon Soap: সাবানটিতে রয়েছে প্রাকৃতিক লেমন এক্সট্র্যাক্ট
যা আপনার ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করবে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম কোন সাবান শরীরের জন্য ভালো এই সম্পর্কে। চলুন
আর্টিকেলের পরের অংশে আমি আপনাকে জানাই ব্রণের জন্য কোন সাবান ভালো এই সম্পর্কে
বিস্তারিত।
ব্রণের জন্য কোন সাবান ভালো
ব্রণের জন্য কোন সাবান ভালো তা বেছে নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা
গুরুত্বপূর্ণ, যেমন: সাবানটি অয়েল-ফ্রি কি না, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে
কি না, এবং এটি ত্বকে কোমল কি না।
আপনি যদি ব্রণের জন্য কোন সাবান ভালো সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটিতে এসে
থাকেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।তাহলে চলুন আপনাকে ব্রণের জন্য কোন সাবান ভালো
সেগুলো বিস্তারিত জানাই
Acnelak Soap : এই সাবানটি অ্যাকনে প্রবণ ত্বকের জন্য খুব কার্যকর,
সাবানটিতে টি ট্রি অয়েল ও সালিসাইলিক অ্যাসিড থাকে। যা আপনার ব্রণ ভালো করতে
কার্যকর ভূমিকা পালন করবে।
Neutrogena Transparent Facial Bar (Acne-Prone Skin Formula) : এই
সাবানটি আপনার ব্রণের জন্য ভালো এবং আপনার ত্বকের জন্য কার্যকরী ভুমিকা পালন
করবে।
Cetaphil Cleansing Bar: এই সাবানটি আপনার ত্বকের সংবেদনশীলতা কমাবে এবং
অতিরিক্ত তেল দূর করবে এবং আপনার ত্বক শুষ্ক হওয়া থেকেও রক্ষা করবে।
Sebamed Cleansing Bar: আপনার ত্বকের pH মাত্রা যদি ৫.৫ হয়ে থাকে তবে এই
সাবানটি আপনার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে এবং ব্রণ রোধে সহায়তা করবে।
Himalaya Neem Soap: এই সাবানটিতে বিদ্যমান প্রাকৃতিক নিম উপাদান
অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি যা আপনার ব্রণ ভালো করতে সাহায্য
করবে।
এতক্ষণ আমি আপনাকে জানালাম ব্রণের জন্য কোন সাবান ভালো এই সম্পর্কে। আশাকরি
আর্টিকেলটি পরে আপনি উপকৃত হয়েছেন।
শেষ কথা
এই আর্টিকেলটিতে আপনাদের জানানোর চেষ্টা করেছি কোন সাবান মুখের জন্য ভালো,ফর্সা
হওয়ার সাবানের নাম,স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবান,কোন সাবান শরীরের জন্য ভালো ও
ব্রণের জন্য কোন সাবান ভালো এই সম্পর্কে বিস্তারিত। আশাকরি এই আর্টিকেলটি পড়ে
আপনি উপকৃত হয়েছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url