অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ কিভাবে করবেন জেনে নিন
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী
হয়ে থাকেন এবং আপনি যদি ফরম ফিলাপ কিভাবে করতে হয় তা না জানেন এই আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ফর্ম ফিলাপ করবেন।
এছাড়াও আপনি জানতে পারবেন আপনি কলেজে কি কি জমা দিবেন এবং নোটিশে কি বলা হয়েছে ।
ভুমিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফরম ফিলাপ
এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানাবো অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ কিভাবে করবেন
। কলেজে কি কি জমা দিবেন এবং নোটিসে কি বলা হয়েছে এবং কত টাকা লাগবে
অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ এর নিয়ম
অনার্স প্রথম বর্ষ ২০২৪ পরিক্ষার জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দিয়েছে
। চলুন এখন নোটিশ নিয়ে আলোচনা করি ।
নোটিশে বলা হয়েছে পরিক্ষার ফি এর বিষয়ে; প্রতি পুর্ণ পত্র এর জন্যে ২৫০ টাকা
করে । প্রতি অর্ধ পত্রের জন্যে জমা দিতে হবে ২০০ টাকা করে । আর প্রতি পত্র
ব্যাবহারিকের জন্যে জমা দেওয়া লাগবে ২৫০ টাকা । আর প্রাক্টিকালের জন্য জমা
দেওয়া লাগবে প্রতি পুর্ণ পত্র ২৫০ টাকা করে ।
ইনকোর্সে ফি দেওয়া লাগবে ৩০০ টাকা যার মধ্যে কলেজ নিবে ২০০ টাকা আর জাতীয়
বিশ্ববিদ্যালয় নিবে ১০০ টাকা । কেন্দ্র ফি দেওয়া লাগবে ৪৫০ টাকা যেটি জমা হবে
আপনার কলেজে ।
আরো পড়ুনঃ
প্রেমিকার মন জয় করবেন কিভাবে ?
কেন্দ্র ফি প্রাক্টিকালের জন্য জমা দেওয়া লাগবে প্রতি পুর্ণ পত্র ১৫০ টাকা করে
। অনিয়মিত দের জন্যে এক্সট্রা লাগবে ৩০০ টাকা । এছাড়াও ব্যাবস্থাপনা ফি ৫০ টাকা
। ব্যাবহারিক চুড়ান্ত পরিক্ষার দুই দিনে লাগবে ১৩০ করে প্রথম দিন পরের দিন
লাগবে ৭৫ টাকা ।
সারসংক্ষেপঃ
১. লিখিত পরীক্ষার ফিঃ
প্রতি পূর্ণ পত্র: ২৫০ টাকা
প্রতি অর্ধ পত্র: ২০০ টাকা
২.ব্যাবহারিক
প্রতি পূর্ণ ব্যবহারিক পত্র: ২৫০ টাকা
কেন্দ্র ফি (ব্যবহারিকের জন্য): প্রতি পত্র ১৫০ টাকা
৩.ইনকোর্স ফি
মোট: ৩০০ টাকা
এর মধ্যে: কলেজ পাবে: ২০০ টাকা
জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে: ১০০ টাকা
আরো পড়ুনঃ
কালো থেকে ফর্সা হওয়ার উপায়
৪.কেন্দ্র ফিঃ।
মোট: ৪৫০ টাকা (এটি সরাসরি কলেজে জমা হবে)
অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফিঃ ৩০০ টাকা
৫. ব্যবস্থাপনা ফিঃ ৫০ টাকাব্যবহারিক চূড়ান্ত পরীক্ষার ফি
৬. চুরান্ত ব্যাবহারিক
প্রথম দিন: ১৩০ টাকা
দ্বিতীয় দিন: ৭৫ টাকা
মোট: ২০৫ টাকা
আবেদন কিভাবে করবেন
এখন আমি আপনাকে জানাবো আপনি কিভাবে আবেদন করবেন। কলেজ থেকে আপনাকে যে
রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে সেই কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েব
সাইটে প্রবেশ করতে হবে।
এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনি কোন অ্যাপ ছেড়ে লগইন করবেন আপনি
গুগলে সার্চ করবেন NU EMS তারপরে প্রথমে যে চার্জ অপশনটি আসবে তাতে ক্লিক করে
ঢুকে যাবে ওয়েবসাইট টি তে। 

তারপর ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথমে আপনি দেখতে পাবেন স্টুডেন্ট লগইন।
স্টুডেন্ট লগ ইন এ ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করবেন। তারপরে
আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
আরো পড়ুনঃ
স্মৃতিশক্তি বাড়ানোর উপায় জানুন
আপনি যদি সাইন্স ফ্যাকাল্টির কোন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার
ক্ষেত্রে কোন সাবজেক্ট সিলেক্ট করা লাগবে না। অবশ্যই খেয়াল করতে হবে যেন ২৮টি
ক্রেডিট হয় সাবজেক্ট এর।
অতঃপর আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা যদি ফোন
নাম্বার ঠিক না থাকে তাহলে আপনাকে ফোন নাম্বারটা ঠিক করে নিতে হবে।
ফোন নাম্বার ঠিক করার পরে এপ্লাই বাটনে ক্লিক করতে হবে তারপরে প্রভাব শো করবে
ইয়েস অর নো আপনাকে ইয়েজ করতে হবে। অতঃপর এপ্লিকেশন ডাউনলোড নামের একটি অপশন
দেখতে পাবেন আপনাকে সে অ্যাপ্লিকেশন ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে।
আর আপনি যদি আর্স ফ্যাকাল্টির বা কমার্সের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে
অপশনাল সাবজেক্ট গুলা সিলেক্ট করতে হবে এবং খেয়াল করতে হবে যে আপনার সাবজেক্ট
কোন গুলো ঠিক আছে কিনা।
কলেজে কি কি জমা দিবেন
কলেজে যে সকল জিনিস জমা দেওয়া লাগবে সেগুলো হলোঃ
স্নাতক পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটি আপনি পাবেন তার এক কপি ফটোকপি ।
অনলাইনে আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে সদ্য তোলা পাসপোর্ট আকারের
এক কপি ছবি যুক্ত করতে হবে অবশ্যই ছবিটি রঙিন হতে হবে এবং নিজ বিভাগে জমা দিতে
হবে।
ফরম পূরণের আবেদন ফ্রম স্টুডেন্ট কপি অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের
স্বাক্ষর ও সীল সহ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিভাগ ফেরত দিবে তখন আপনি রেজিস্ট্রেশন
কার্ডটি আবার পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ
ফ্রিল্যান্সিং শিখার গুরুত্বপুর্ন টিপস
এরপরে আপনি পেমেন্ট করবেন আপনার কলেজ অনুযায়ী যে পরিমাণ টাকা পেমেন্ট করবেন
তার কনফার্মেশন স্লিপ ডাউনলোড করে কলেজের নিজ বিভাগে জমা দিতে হবে।
সার সংক্ষেপঃ
- এক কপি ছবি
- রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি
- টাকা পেমেন্ট করার কনফার্মেশন সিলিপ
- অনলাইনে পুরণকৃত ফরম ফিলাপের আবেদন কপি ।
শেষ কথা
এই আর্টিকেলটিতে আমি আপনাকে জানালাম অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ এর
নিয়ম, অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কলেজে কি কি জমা দিবেন ।
আপনি যদি আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে এমন কার্যকরি
আর্টিকেল পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিসিট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার
করুন । ধন্যবাদ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url