বাস্কেট বলের সাইজ - বাস্কেটবল কোর্ট নির্মাণ ও ডিজাইন

সুস্থ থাকার জন্য ব্যায়াম করার বিকল্প নেই। সবথেকে বেশি ব্যায়াম হয়ে থাকে খেলার মাধ্যমে। ব্যায়াম হয় এমন খেলার মধ্যে বাস্কেটবল অন্যতম। তবে আমাদের অনেকেরই বাস্কেটবল সম্পর্কে সঠিক ধারণা নেই। এজন্যই আপনারা জানতে চান বাস্কেট বলের সাইজ কত এবং বাস্কেটবল কোর্ট নির্মাণ ও ডিজাইন সম্পর্কে।
বাস্কেট বলের সাইজ

বাস্কেটবল ইনডোর হাওয়ায় বাংলাদেশের গ্রামাঞ্চলে এই খেলা খুব একটা বেশি দেখা যায় না। তবে আপনি চাইলেই এটি আউটডোরেও খেলতে পারেন।

ভূমিকা

বাস্কেটবল একটি অন্যতম জনপ্রিয় খেলা। বাস্কেটবল একটি শারীরিক খেলা।বাস্কেটবল সাধারণত ইনডোর গেম হিসেবে চালু হলেও বর্তমানে এটি আউটডোর গেম হিসেবে অনেক জনপ্রিয়। এটি সাধারণত দলগতভাবে খেলা হয়ে থাকে। 
এই আর্টিকেলটিতে আমি আপনাকে বাস্কেট বলের সাইজ ও বাস্কেটবল সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করি আপনি এটি মনোযোগ সহকারে পড়লে বাস্কেট বলের সাইজ ও বাস্কেট বল সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন।

বাস্কেট বলের ইতিহাস ও উৎপত্তি

আমাদের দেশে সাধারণত এটি একটি শীতকালীন খেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে আমাদের দেশে সাধারণ মানুষ বাস্কেট বলের সাইজ ও বাস্কেটবলের নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞ নয়। ইতিহাস থেকে আমরা জানতে পারি বাস্কেটবল খেলাটির উদ্ভব হয়েছিল যুক্তরাষ্ট্রে। 

১৮৮১ সালে আমেরিকান শরীর চর্চাবীদ ডক্টর জেমস এর হাত ধরে বাস্কেটবল খেলার উদ্ভব হয়। তিনি তৎকালীন একটি শারীরিক শিক্ষা প্রশিক্ষণ স্কুলে চাকরি করতেন। তিনি চিন্তা করেন শীতকালে ছাত্রদের জন্য এমন একটি খেলা উদ্ভাবন করবেন যে খেলাটি হবে অনেক শান্তিপূর্ণ এবং ছাত্ররা কোন গুরুতর আঘাত পাবে না। 
তখন তার হাতে একটি ফুটবল ছিল এবং সামনে একটি ময়লা ফেলার ঝুড়ি ছিল, সেই বলটি ঝুড়িতে ছুড়ে মারলেন। ছুড়ে মারার সাথে সাথে তার মাথায় এই বাস্কেট বলের উদ্ভবের চিন্তা চলে আসলো। 

ডক্টর জেমস তখন বাস্কেট বলের সাইজ ও ঝুড়ির আকার চিন্তা করে ১৩ টি নিয়ম লিখে প্রথমবারের মতো খেলা শুরু করলেন তার ছাত্রদের নিয়ে। ১৮৮৩ সালের মধ্যে এই খেলাটির প্রচলন মেয়েদের মধ্যে চালু হয়ে যায়। এভাবেই খেলাটি বৃহৎ পরিসরে জনপ্রিয়তা লাভ করে।

বাস্কেট বলের নিয়মাবলী

শুরুর দিকে ডক্টর জেমস এর লিখিত যে নিয়মগুলি ছিল সেগুলি সাধারণত অনেক সহজ ছিলো। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্কেট বলের নিয়মের অনেক পরিবর্তন এসেছে। বাস্কেট বলের সাইজ প্লেয়ার সংখ্যা ও মাঠের মাপ ইত্যাদি সহ আরো অনেক বিষয়ের পরিবর্তন এসেছে। 

বাস্কেটবলে সাধারণত প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে এবং অতিরিক্ত খেলোয়াড় গুলো বেঞ্চে বসে থাকে এবং প্রয়োজন অনুযায়ী তারা পরিবর্তিত হতে পারে। প্রতিটা খেলাই যেমন একজন দলনেতা বা ক্যাপ্টেন থাকে তেমনি বাস্কেট বলেও একজন দলনেতা বা ক্যাপ্টেন থাকে যিনি দলকে নেতৃত্ব দেন। 
বাস্কেটবল খেলার সময় সাধারণত চারটি ভাগে বিভক্ত থাকে। প্রতিটি ভাগ কে কোয়ার্টার বলা হয়। এটা সাধারণত ১২ মিনিট করে হয়ে থাকে তবে কিছু জায়গায় গেলে ১০ মিনিটও হতে পারে। সম্পূর্ণ খেলাটির মাঝখানে একবার টানা ১০ থেকে ১৫ মিনিট সিদ্ধান্ত মতে বিরতি থাকে। 

যদি সম্পূর্ণ খেলা শেষ হবার পরে দুই দলের পয়েন্ট একই থাকে সেক্ষেত্রে সময় যোগ করা হয়। বাস্কেটবল সাধারণত জালে ফেলে স্কোর অর্জন করতে হয়। তবে স্কোরের কিছু ভাগ রয়েছে। যেমনঃ
  • পয়েন্টের স্কোর বা ফ্রি থ্রোঃ ফাউলের কারণে থ্রু দেওয়া হলে তাতে এক পয়েন্ট দেওয়া হয়
  • পয়েন্ট বা ফিল্ড গোলঃ সাধারণত লাইনের ভেতর থেকে বল জালে প্রবেশ করাতে পারলে ২ পয়েন্ট দেওয়া হয়।
  • পয়েন্ট বা থ্রি পয়েন্টারঃ লাইনের বাইরে থেকে বল জানে প্রবেশ করালে ৩ পয়েন্ট দেওয়া হয়৷
সাধারণত বল ড্রিবলিং বা পাসের মাধ্যমে জালে প্রবেশ করাতে হয়। তবে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সে বল প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হয়। প্লেয়াররা বল নিয়ে আগাতে বা দৌড়াতে পারবে না যদি সে বল ড্রিবলিং না করে এই খেলায় ড্রিবলিং অর্থ বল মাটিতে আঘাত করা।

বাস্কেটবল প্লেয়ারদের পজিশন ও ভূমিকা

আমি আপনাকে বাস্কেটবলের নিয়মাবলী সম্পর্কে জানিয়েছি। আর একটু পরে আপনাকে আমি বাস্কেট বলের সাইজ সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন জানাবো বাস্কেটবল প্লেয়ারদের পজিশনে ভূমিকা। বাস্কেটবলে পাঁচজন প্লেয়ার থাকে। তাদের প্রত্যেকের পজিশন ও ভূমিকা আলাদা থাকে।
বাস্কেটবল প্লেয়ারদের পজিশন ও ভূমিকা

  • পয়েন্ট গার্ডঃ যার প্রধান কাজ থাকে প্রতিপক্ষকে ডিফেন্ড করা। খেলার কৌশল সম্পর্কে অন্যদেরকে অবহিত করা ও আক্রমণের কৌশল তৈরি করা।
  • শুটিং গার্ডঃ শুটিং গার্ডের মূল দায়িত্ব হলো মিস কল করা। শুটিং গার্ড মূলত দূরপাল্লার শট নিয়ে থাকে।
  • স্মল ফরওয়ার্ডঃ স্মল ফরওয়ার্ড সাধারণত অনেক চটপটে স্বভাবের প্লেয়ার হয়ে থাকে। তাকে তাকে খুব দ্রুত সম্পন্ন হওয়া লাগে। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে সহায়তা করে৷
  • পাওয়ার ফরওয়ার্ডঃ পাওয়ার ফরওয়ার্ড এর প্রধান কাজ হল প্রতিপক্ষের লং বল বাধাগ্রস্ত করা বা ব্লক করা। বল পাওয়ার সাধারণত প্রতিপক্ষের স্কোরিং জোনের কাছে গিয়ে স্কোর করা।
  • সেন্টার সিঃ দলের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে লম্বা প্লেয়ারটি কে সেন্টার সি এর দায়িত্ব দেওয়া হয়। এর সাধারণ কাজ হয়ে থাকে শর্ট ব্লক করে কাউন্টারে অ্যাটাক করা।

বাস্কেটবলের কোর্টের মাপ ও ডিজাইন

প্রতিটা খেলার যেমন নির্দিষ্ট একটি মাঠ রয়েছে তেমনি বাস্কেটবলের নির্দিষ্ট কোর্ট ও ডিজাইন রয়েছে। বাস্কেট বলের সাইজ নিয়ে বিস্তারিত জানানোর আগে বাস্কেট বলের কোর্টের মাপ ও ডিজাইন সম্পর্কে আপনাকে বিস্তারিত বর্ণনা করি। 

আন্তর্জাতিক মাপ অনুযায়ী বাস্কেটবলের কোর্টের মাপ দৈর্ঘ্যে ৯৩ ফুট বা ২৮ মিটার হয় এবং প্রস্থে ৪৯ ফুট বা ১৫ মিটার হয়ে থাকে। আবার NBA এর নিয়ম অনুযায়ী দৈর্ঘ্যে ৯৪ ফুট বা ২৯ মিটার হয়ে থাকে এবং প্রস্থে ৫০ ফুট বা ১৫ মিটার হয়ে থাকে। 
বাস্কেট বলের কোর্টের সারফেসটি সাধারণত মসৃণ হয়ে থাকে। এর জন্য এটি রাবার হার্ড বোর্ড বা এই জাতীয় উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়। কোর্টে চারপাশে দাগ কাটা থাকে যাতে রেফারির সিদ্ধান্ত দিতে সহজ হয়। 

বাস্কেট বলের কোর্টের মাঝখানে একটি গোল দাগ থাকে সাধারণত ৩.৬ মিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে যাকে সেন্টার সার্কেল বলা হয়। বাস্কেটের ঠিক সামনের অংশে ১৫ ফুট দূরে অবস্থিত একটি ফ্রি থ্রো লাইন টানা হয়। যেখান থেকে ফাউল এর পরে ফ্রি থ্রো করা হয়। 

বাস্কেটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান হলো থ্রী পয়েন্ট লাইন। যেখান থেকে বল প্রবেশ করালে তিন পয়েন্ট পাওয়া যায়। এটি দূরত্ব থাকে ৬.২৪ মিটার। এতক্ষণ আমি আপনাকে জানালাম বাস্কেটবলের কোর্টের সাইজ এখন আমি আপনাকে জানাবো বাস্কেট বলের সাইজ।

বাস্কেট বলের সাইজ

বাস্কেট বলের সাইজ এর অনেক ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাস্কেট বলের স্ট্যান্ডার্ড সাইজ হলো সাত। যার ব্যাস ৯ ইঞ্চি বা ২৩ সেন্টি মিটারের কাছাকাছি। 
এই বলের ওজন ৫২২ গ্রাম হয়। আরো কয়েকটি সাইজ হলো ৬ যার ব্যাস ৮.৯ ইঞ্চি এবং ওজন ৫০০ গ্রাম৷
বাস্কেট বলের সাইজ

 
২২ সেন্টি মিটার বা ৮.৬ ইঞ্চি ব্যাস ও ৪৫০ গ্রাম ওজনের বলকে ৫ নাম্বার সাইজ হিসেবে ধরা হয়। সাইজ চারের বল গুলা ৮.২ ইঞ্চি ব্যাসের ও ২০ সেন্টি মিটার এবং ওজন হয় ৪০০ গ্রাম। সবচেয়ে ছোট বল যাকে মিনি বাস্কেট বল বলা হয় তার ওজন ৩৫০ গ্রাম এবং ব্যাস ৮ ইঞ্চি হয়ে থাকে। 

আমি আপনাকে বাস্কেট বলের সাইজ সম্পর্কে বিস্তারিত জানালাম। আশা করি আপনি অনেক তথ্য জানতে পেরেছেন। এবার আমি আপনাকে বাস্কেটবলের কিছু প্রতিযোগিতা সম্পর্কে জানাবো।

প্রধান বাস্কেটবল প্রতিযোগিতা

একটু আগে আমি আপনাকে জানিয়েছি বাস্কেটবলের সাইজ ও বাস্কেটবল কোর্ট নির্মাণ ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত। এখন আমি আপনাকে জানাবো বাস্কেটবল প্রতিযোগিতা সম্পর্কে কিছু তথ্য।বিশ্বজুড়ে বাস্কেটবলের প্রধান প্রধান কয়েকটি প্রতিযোগিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অলিম্পিক। 
অলিম্পিকের গ্রীষ্মকালীন ইভেন্টে বাস্কেটবল একটি গুরুত্বপূর্ণ খেলা। এখানে আন্তর্জাতিক অনেক দেশ অংশগ্রহণ করে থাকে। এছাড়া ইউরোপে সবচেয়ে বড় বাস্কেট লীগ ইউরো লীগ হয়ে থাকে। যেখানে ইউরোপের সমস্ত দলগুলো অংশগ্রহণ করে থাকে। 

খেলা গুলো FIBA সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে। এফআইবিএ এর অধীনে এশিয়ান দলগুলো নিয়ে এশিয়া বাস্কেট অনুষ্ঠিত হয়। FIBA বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা টুর্নামেন্ট হয় এবং বিশ্বের বাসায় গিয়ে তো সকল ভালো দলগুলো এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে। 

যুক্তরাষ্ট্র ও কানাডার অধীনে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে প্রতিবার ৩০ টি দল নিয়ে বাস্কেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওমেন ন্যাশনাল বাস্কেট বল অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে প্রতিবছর ১২ টি দল নিয়ে যুক্তরাষ্ট্রে নারী ওমেন্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয় বাস্কেট বল নিয়ে।

শেষ কথা

উপরের আর্টিকেলটিতে আমি আপনাকে বাস্কেট বলের সাইজ ও বাস্কেটবল খেলার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানালাম। আশা করি এখন আপনি আপনার নিজের বাস্কেটবল খেলার জন্য যা যা নিয়মকানুন জানা প্রয়োজন সবগুলো জানতে পেরেছেন। 
যেহেতু বাস্কেটবল একটি টিম গেম তাই আপনার বন্ধুদের ও বাস্কেটবল খেলা সম্পর্কে ধারণা থাকা জরুরি। আপনি আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এবং এরকম নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

adsterra

banner